(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসিঃ মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে নতুন ফন্দি পিএসজির! ফুটবল ট্রান্সফার নিউজ

লিওনেল মেসি | পিএসজি | মেসি | লিওনেল মেসি চুক্তি নবায়ন | পিএসজি চুক্তি নবায়ন | লাউতারো মার্টিনেজ | আর্জেন্টিনা | ফুটবল ট্রান্সফার | ফুটবল নিউজ |

লিওনেল মেসিকে ধরে রাখতে বহুদিন আগ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। মৌসুমের শুরু থেকেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার জন্য জোরেশোরে উঠেপড়ে লেগেছে প্যারিস সেইন্ট জার্মেইন। তবে পিএসজি কতৃপক্ষকে এখনো নিজের সিদ্ধান্ত জানায়নি মেসি। কাতার বিশ্বকাপের আগে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ আর্জেইন্টাইন অধিনায়ক। মেসি জানিয়েছেন, বিশ্বকাপের পরই পিএসজির সঙ্গে চুক্তির ব্যাপারে ভাবতে চান তিনি।

তবে এবার মেসির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নতুন ফন্দি আঁটতে চলেছে পিএসজি। লিওনেল মেসির চুক্তি নবায়ন করতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ফরাসি জায়ান্টরা।

ফরাসি গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজকে দলে ভিড়ানোর পরিকল্পনা করতে চলেছে পিএসজি। মূলত লিওনেল মেসিকে আকর্ষণ ও নতুন করে তার সঙ্গে তিনবছরের চুক্তি করতেই ইন্টার মিলানে খেলা মার্টিনেজকে দলে আনতে চলেছে পিএসজি।

জানা গেছে, ইতিমধ্যে লাউতারো মার্টিনেজের এজেন্টের সঙ্গে ইতিমধ্যে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে পিএসজি। যদি লাউতারোকে ইন্টার মিলান থেকে প্যারিসে আনতে চায় সে ক্ষেত্রে আগামী গ্রীষ্মকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা করতে হবে পিএসজিকে। পিএসজির ভাবনা লাউতারো মার্টিনেজই হবে লিওনেল মেসির চুক্তি নবায়নের চাবি-কাঠি।

এদিকে ইন্টার মিলানের সঙ্গে লাউতারো মার্টিনেজের চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত। তবে পিএসজি ইন্টার মিলানকে প্রস্তাব দিলে লিওনেল মেসির সঙ্গে খেলার কথা চিন্তা করে হয়তো পিএসজিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks