(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসিঃ পুরো ফুটবল বিশ্ব চায় লিওনেল মেসি জিতুক কাতার বিশ্বকাপ!! ২০২২ কাতার বিশ্বকাপ

লিওনেল মেসি | কাতার বিশ্বকাপ ২০২২ | ২০২২ কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ লিওনেল মেসি | ক্লিন্সম্যান | ফিফা বিশ্বকাপ ২০২২

আর একমাস গেলেই বসতে যাচ্ছে বিশ্বফুটবলের সবচেয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ এর। কাতার বিশ্বকাপের আগেই একে নিয়ে জল্পনা-কল্পনার যেনো শেষ নেই। কোন দল জিতবে বিশ্বকাপ কিংবা দল ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহন করছে এসব নিয়ে চলছে তুখোড় বিশ্লেষণ। তবে এসব বিশ্লেষণের মাঝে এবার সবচেয়ে বেশি নাম উঠে আসছে আর্জেন্টিনার। তবে ইউর্গেন ক্লিন্সম্যানতো জানিয়ে দিয়েছেন যে, এবারের বিশ্বকাপটি লিওনেল মেসিরই প্রাপ্য। শুধু তাই নয় গোটা ফুটবল বিশ্বই চায় মেসির হাতে উঠুক এবারের বিশ্বকাপ শিরোপা এমনটাও জানিয়েছেন ক্লিন্সম্যান।

গত দুই বছরে আর্জেন্টিনা ফুটবল দলে যে পরিবর্তন এসেছে তা চোখে পড়ার মতো। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে আলবিসেলেস্তারা। এর মাঝে তারা জিতে নিয়েছে দুই আন্তর্জাতিক শিরোপা। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা জয়ের পর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে পরাজিত করে ফিনালিসসিমার শিরোপাও ঘরে তুলেছে লিওনেল মেসিরা।

আর্জেন্টিনার এমন পারফরম্যান্সের সুবাধে ২০২২ কাতার বিশ্বকাপে তাদেরকে হট ফেবারিটের কাতারেই রাখা হচ্ছে। এবার এরই ধারাবাহিকতায় ক্লিন্সম্যানও জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপ জয়ের একমাত্র দাবিদার মেসি।

সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিন্সম্যান বলেন, আমার মনে হয় ফুটবলে সবারই একটা ইচ্ছে আছে। আর সে ইচ্ছেটা হচ্ছে, মেসি তার অবিশ্বাস্য প্রতিভা দিয়ে তার ক্যারিয়ারে যা করেছে, ফুটবলের প্রতিনিধিত্বটাও সে যেভাবে করেছে, তা দিয়ে বিশ্বকাপটাও জিতবে, যেমনটা ডিয়াগো ম্যারাডোনাও জিতেছিল।

মেসিরই এই বিশ্বকাপটা প্রাপ্য এমন মন্তব্য করে ক্লিন্সম্যান বলেন, অন্য যে কারোর চেয়ে মেসিরই এই বিশ্বকাপটা বেশি প্রাপ্য। মেসির উচিত বিশ্বকাপটা কাতার থেকে নিজের ঘরে নিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks