(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

The Best FIFA Men’s Player Award 2022 goes to Lionel Messi : এমবাপ্পে ও বেনজেমাকে হারিয়ে ফিফা বর্ষসেরা লিওনেল মেসি।

The Best FIFA Men’s Player Award 2022 goes to Lionel Messi : এমবাপ্পে ও বেনজেমাকে হারিয়ে ফিফা বর্ষসেরা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সর্বকালের সেরাদের সেরা খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই। সেরাদের মঞ্চে ৩৬ বছরের শিরোপা খরা খাঁটিয়ে বিশ্বকাপ জয় করেছেন মেসি। তাই তো বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি।মেসির পাশাপাশি অবিশ্বাস্য পারফর্ম করা কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপেকেও দেখছেন অনেকে।

The Best FIFA Men’s Player Award 2022 goes to Lionel Messi

২০২২ সালের ফিফা বর্ষসেরার প্রতিযোগীতায় ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন মহাতারকা লিওনেল মেসি। করিম বেনজেমাকে হারিয়ে ২০২২ সালের ফিফা বর্ষসেরার পুরুস্কারটি এখন মেসির দখলে।এই দৌড়ে কিলিয়ান এমবাপ্পে ও বেনজেমাও ছিলেন মেসির সাথে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ১৯৯১ সাল থেকে বর্ষসেরার ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। মেসি এর আগে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দা ইয়ার’ নামের পুরস্কারটি জিতেছিলেন। সেখান থেকেই এই মহাতারকার আধিপত্যের যাএা শুরু হয়।

ফিফা ও ফ্রান্স ফুটবল মিলে আরেকটি ফিফা ব্যালন দ’র পুরুস্কার দেওয়ার আয়োজন করেন।যার মধ্যে পাঁচবারই এই ব্যালন দ’র জিতেন মেসি।
এবার প্যারিসে ‘দা বেস্ট ফিফা ফুটবলব অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। যার মাধ্যমে এমবাপ্পে ও বেনজেমাকে হারিয়ে সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি মেসি জিতলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks