(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তামিম ইকবালঃ আবুধাবি টি-১০ লিগের ড্রাফটে তামিম ইকবাল! টি-টেন লিগ | ক্রিকেট খবর

টি-টেন লিগ ২০২২ | তামিম ইকবাল | টি-টেন লিগে তামিম ইকবাল | তামিম ইকবাল টি-টেন | আবুধাবি টি-১০ লিগ ২০২২ প্লেয়ার্স ড্রাফট | তামিম ইকবাল খান | আবুধাবি টি-টেন লিগ সাকিব আল হাসান।

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আবার সেই লিগেই
টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান
খেলবেন বাংলা টাইগার্স দলের হয়ে। টি-টেন লিগে দুই ফরম্যাটের দুই অধিনায়ক খেলতে আবুধাবি যাবেন। সাকিব চলে গেলেও তামিম দল পাওয়ার পর যাবে খেলতে।

তবে এ বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন লিগের টুইটার। প্লেয়ার ড্রাফটে নাম লেখানোর এ বিষয়টি তারা টুইট করে সকলকে জানান। তামিম ইকবালের সাথে সাথে ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয়রা রয়েছেন। আরো খেলোয়াড়দের নাম
উল্লিখিত হয়েছে তারা হলেন – ইংল্যান্ডের ডেভিড মালান ও রবি বোপারা, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস।

তামিম ইকবাল টি-টেন লিগে খেলেছেন এর আগেও। পাখতুনসের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। টুর্নামেন্টের প্রথম আসরেই খেলেছিলেন তামিম তিন ম্যাচে করেছিলেন ১৭৬.০৯ স্ট্রাইকরেটে ৪০.৫০ গড় এ ৮১ রান করেছিলেন ড্যাসিং ওপেনার। একটি ফিফটিও করেছিলেন।

২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফটের পর্ব। সেখানে কোন দল তামিমকে নিতে আগ্রহী। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে আছেন তামিম। শোনা গেছে মালয়েশিয়ায় ফিটনেস ট্রেনিংয়ের জন্য গিয়েছেন বাহাঁতি ওপেনার তামিম ইকবাল। সেখান থেকে দল পেলে যোগ দেবেন আবুধাবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks