(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BAN vs WI ODI : নেতৃত্বে মাশরাফিকেও পিছনে ফেললেন তামিম

নেতৃত্বের অসাধারণ ছুটে চলা তামিম ইকবালের। টাইগারদের সবচেয়ে পছন্দের ফরমেট ওয়ানডে ক্রিকেটে স্থায়ীভাবে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সফলতা তম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তামিম। BAN vs WI

অসাধারণ পথচলায় এবার বাংলাদেশ ক্রিকেটের সফলতা অধিনায়ক মাশরাফি কে ছাড়িয়ে গেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে পঞ্চাশটি জয় এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেটের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড মাশরাফি।

২০২১ সালে স্থায়ীভাবে অধিনায়কত্ব পেয়েছেন তামিম ইকবাল। স্থায়ীভাবে অধিনায়ক হওয়ার পর তার অধীনে আটটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যে ৮ ওয়ানডে সিরিজের মধ্যে ৬ টিতেই জয় পেয়েছে টাইগাররা। তামিম ইকবালের অধীনে খেলা ২৪ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৪ টিতেই জিতেছে বাংলাদেশ।

দারুন এই পথচলায় সবশেষ ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল জিতেছেন গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে তামিম। শতাংশের হিসেবে মাশরাফির সাফল্যকেও ছাপিয়ে গেছেন তামিম।

এরমধ্যে ২৪ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে তামিমের নামের পাশে জয় ১৪টি। শতাংশের হিসেবে যা ৬০.৮৬। বাংলাদেশের পক্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫০টি ম্যাচে জয়ের রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মুর্তজা। যা শতাংশের হিসেবে জয় ৫৮.১৩। মাশরাফি দলকে নেতৃত্ব দিয়েছেন ৮৮টি ওয়ানডে ম্যাচে। এরপরই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। যিনি পঞ্চাশটি ওয়ানডে ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ২৩ টিতে জয়লাভ করেছেন।

BAN vs WI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks