T20 World Cup 2022 : BAN vs IND : টি-টোয়েন্টি বিশ্বকাপ : মাঠে নামার আগেই বাংলাদেশকে নিয়ে একি বলল ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় : আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের (গ্রুপ-২ এর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলে ২ জয় ১ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে জয়ভিন্ন কোনো বিকল্প নেই ভারত-বাংলাদেশের সামনে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ভারতের কোচ ও সাবেক ব্যাটার রাহুল দ্রাবিড়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত ম্যাচে ভারতকেই ফেবারিট হিসেবে মানছে প্রায় সকলে। তবে এই ম্যাচে শুধুমাত্র ভারতকে ফেবারিট মানতে নারাজ দ্রাবিড়। বাংলাদেশকে যথাযথ সমীহ করে এসময় প্রশংসায় ভাসিয়েছেন রাহুল দ্রাবিড়।
বাংলাদেশ ভারত ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে দ্রাবিড় বলেন, বাংলাদেশ খুব ভালো দল, তাই তাদের যথেষ্ট সমীহ করি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাট এমনই, যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিক ওদিক চলে গেলেই জয় ও পরাজয়ের মধ্যে ফারাখ হয়ে যেতে পারে।
রাহুল দ্রাবিড় আরো বলেন, চলতি বিশ্বকাপে এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে অঘটন ঘটেছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচই দেখুন। অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনও বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেওয়ার অন্যতম কারণ। তাই যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা করা হয়েছিল, তেমনটাই বাংলাদেশের বিপক্ষের ম্যাচের জন্য করা হবে।
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দ্রাবিড় বলেন, এটা আগে থেকে ভেবে লাভ নেই। যেমন যা হবে, সে অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।