(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নাজমুল শান্তঃ নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখে মুগ্ধ শ্রীরাম! ক্রিকেট নিউজ | ত্রিদেশীয় সিরিজ

নাজমুল শান্ত | শ্রীধরণ শ্রীরাম | নাজমুল হোসেন শান্ত | বাংলাদেশ ক্রিকেট দল | বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ | ত্রিদেশীয় সিরিজ ২০২২ | বাংলাদেশ বনাম পাকিস্তান | বংলাদেশ বনাম নিউজিল্যান্ড | ক্রিকেট নিউজ

বিশ্বকাপের আগেই ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের মাধ্যমে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের এমন হারের পেছনে দোষারোপ করা হচ্ছে ওপেনিং ব্যর্থতাকে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাব্বির ও মিরাজকে দিয়ে ওপেনিং করালেও দ্বিতীয় ম্যাচে তাতে পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। বার বার ব্যর্থ হওয়া সাব্বির রহমানের পরিবর্তে ওপেনিংয়ে নামানো হয় নাজমুল হোসেন শান্তকে। তবে তাতেও সুফল মেলেনি। ব্যাট হাতে ওপেনিংয়ে ধীরগতির ২৯ বলে ৩৩ রান করেন নাজমুল হোসেন শান্ত।

তবে শান্তর এমন মলিন ব্যাটিংকেই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ শ্রীরাম।

আজ বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় নাজমুল হোসেন শান্তকে প্রশংসায় ভাসিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট বলেন,

“শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গিয়েছে তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে নিশ্চিতভাবে।”

এছাড়াও প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তান্ডব চালানো ইয়াসির আলী ও দ্বিতীয় ম্যাচে শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ডেথ ওভারে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেওয়া সহ-অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানকেও প্রশংসায় ভাসিয়েছেন শ্রীরাম। এ প্রসঙ্গে তিনি বলেন,

“উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির আলী) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছে, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছে নুরুল এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks