(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Shakib Al Hasan make new record for Bangladesh : তামিমকে টপকে সাকিবের রেকর্ড!

Shakib Al Hasan make new record for Bangladesh : তামিমকে টপকে সাকিবের রেকর্ড!

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক অর্ধশতক রানের মালিক এখন সাকিব আল হাসান। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এটায় কোনো সন্দেহ নেই।রেকর্ডের ওপর রেকর্ড করে যাচ্ছেন সাকিব। সাকিব তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এখন।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক অর্ধশতক রানের মালিক ছিলেন তামিম ইকবাল ৯৩বার। সেই রেকর্ডকে টপকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা দুই ফিফটি করে এখন ৯৪বার অর্ধ শতাধিক রানের মালিক এখন সাকিব আল হাসান। সাকিব ৯৪,তামিম ৯৩, মুশফিক৭৪, মাহমুদউল্লাহ ৪৯,বাশার ৩৮।

তার পাশাপাশি সাকিব আল হাসান একটি ওয়ানডে ম্যাচে ফিফটি করেছেন এবং ৩ উইকেট নিয়েছেন ৯ বার, বিশ্বের যেকোনো খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি! তাই তো তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয়। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে যখন একে একে সকল ব্যাটসম্যান সাজঘরে ফিরছিলেন। একাই ব্যাট চালান সাকিব। ৭১বলে ৭৫ রানের ইনিংস খেলে লড়াকু টার্গেট এনে দেন সাকিব।

১৬-১৭ টা বছর ধরে একই ভাবে খেলে আসছেন সাকিব আল হাসান। দেশের জন্য দলের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছেন সাকিব। বিশ্বের সকল প্লেয়ারের বিকল্প এলেও সাকিবের বিকল্প হিসেবে কেউ আসবে না। যেখানে অধিনায়ক তামিম ইকবাল টানা তিন ম্যাচে ব্যার্থ সাকিব সেখানে বেক টু বেক দুই ম্যাচে ফিফটি! ৯৪ বার ফিফটি করে তামিমকে টপকে এখন সাকিন শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks