২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলে সানরাইজার্স হায়দ্রাবাদে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন বছর পর আবারো ফিরেছেন কলকাতায়। আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। ঘরের ছেলে ঘরে ফিরেছে তাই কলকাতা নাইট রাইডার্সের উচ্ছ্বাসেরও যেনো কমতি নেই।
নিলাম থেকে সাকিবকে এতো কম দামে দলে ভিড়িয়ে বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে আরো একবার দলে পেয়ে যে কতটা আনন্দিত কেকেআর তা এবার বোঝা গেল দলটির সাবেক অধিনায়ক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিকের কথায়। সাকিবকে এই যুগের সেরা অলরাউন্ডার বলেও আখ্যায়িত করেছেন দীনেশ কার্তিক।
ইন্সটাগ্রামে ভক্তদের প্রশ্ন-উত্তর পর্বে সাকিব প্রসঙ্গ উঠলে জবাবে দীনেশ কার্তিক বলেন, অসাধারণ অলরাউন্ডার। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন সাকিব।
এছাড়াও টুইটারেও এক ভক্তের প্রশ্নের জবাব দেন দীনেশ কার্তিক। টুইটারে এক ভক্ত প্রশ্ন করে – পুরনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত কেকেআর?
এর উত্তরে কার্তিক বলেন, সাকিবকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। সে আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় নিয়োগ ছিল। সে আগেও কেকেআরের হয়ে খেলেছে। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।