(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Shakib Al Hasan is in big risk : খুনের মামলার পলাতক আসামীর আমন্ত্রনে গিয়ে ফেঁসে যাচ্ছেন সাকিব আল হাসান!

Shakib Al Hasan is in big risk : খুনের মামলার পলাতক আসামীর আমন্ত্রনে গিয়ে ফেঁসে যাচ্ছেন সাকিব আল হাসান!

বিতর্কে জড়িয়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায়ই সময়ই সাকিব নিজেকে ব্যস্ত রাখেন বিতর্কিত সব কর্মকান্ডে। এবার নতুন এক বিতর্কে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন সাকিব আল হাসান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিউ গোল্ড সুকে একটি স্বর্ণের দোকান উদ্ভোধনে গিয়েছেন সাকিব আল হাসান। মূলত আরাভ জুয়েলার্স নামের স্বর্ণের দোকানের মালিক বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খানের আমন্ত্রণে সেই দোকান উদ্ভোধনে হাজির হন সাকিব আল হাসান। মূলত এই স্বর্ণের দোকানের কর্ণধার আরাভ খানকে নিয়েও বাধে যতো বিপত্তি।

শুধু সাকিব আল হাসান নয় আরাভ জুয়েলার্সের সেই দোকান উদ্ভোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন ইউটিউবার হিরো আলম, নায়িকা দিঘীসহ আরও অনেকে।

আরাভ জুয়েলার্সের মালিক আরাভ মূলত খুনের দায়ে পলাতক আসামী। ঢাকার বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টালিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে পুড়িয়ে হত্যা করার মামলায় ৬ নম্বর আসামী পলাতক এই আরাভ খান।

এই বিষয়ে (বৃহস্পতিবার) ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ওই স্বর্নের দোকানের উদ্ভোধনে গেছেন তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে তদন্তের স্বার্থে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ডিবি প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান সাংবাদিকদের।

তিনি বলেন, স্বর্নের দোকানের মালিক আরাভ খান পুলিশ খুনের আসামী বিষয়টি জানানো হয়েছিল সাকিবকে। কিন্তু তিনি দুবাইয়ে কেন গেলেন। এটি দুঃখজনক। তদন্তের স্বার্থে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks