(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh vs South Africa | Shakib Al Hasan | সব ধরনের ক্রিকেট থেকে দীর্ঘদিনের জন্য বিরতিতে সাকিব!

There were already fears about a tour of South Africa. Although he was kept in the team after the announcement, Shakib announced before leaving for Dubai that he was not ready to play mentally and physically. As a result, Shakib Al Hasan wants a break from international cricket.

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। দল ঘোষণার পর দলে রাখা হলেও দুবাই যাওয়ার আগে সাকিব ঘোষণা দিলেন মানসিক ও শারিরীকভাবে খেলার জন্য প্রস্তুত নয় তিনি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান এই সাকিব আল হাসান। এরপরই বাংলাদেশ ক্রিকেট পাড়ায় শুরু হয় নানা নাটকের। হুট নেওয়া এই সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের এমন সিদ্ধান্তে বেশ ক্ষিপ্ত হয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এবার অবশেষে সকল নাটকের অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বুধবার (৯ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ২ দিন হয়ে যাওয়ায় আজ ওকে কল করেছিলাম। আমি এখনো মনে করি মানসিক ও শারিরীকভাবে আমি আনফিট টু প্লে ক্রিকেট। সেজন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছে না। মাননীয় বোর্ড সভাপতির সাথে আমি বসেছিলাম। সিইও ও আরও কয়েকজন বোর্ড পরিচালকও ছিলেন। সাকিবের ব্যক্তিগত চাওয়ার কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি। যেহেতু বলেছে সে মানসিক ও শারিরীকভাবে আনফিট, তাকে বিশ্রাম দেওয়া দরকার। আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিতে সম্মতি দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks