(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2022 : এশিয়াকাপ ও বিশ্বকাপে রাজত্ব করবে সাকিব! শেন ওয়াটসনের ভবিষ্যৎ | খেলার খবর | Shakib Al Hasan

২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের আসরে সাকিব আল হাসান শাসন করেছিলেন গোটা বিশ্বে। বিশ্বকাপের স্মৃতি এখনো পুরনো হয়নি সাকিবের জন্য।সাকিব বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার । তার আসে পাশেও নেই কোনো খেলোয়াড় । তাই তো সাকিবকে নিয়ে
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন বলেছেন, আগামী তিন মাসের বড় দুটি আসরে সাকিবের রাজত্ব দেখা যাবে। Shakib Al Hasan

কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। সাকিবের বড় কিছু ইনিংসের ইশারা পাওয়া যাচ্ছে । নিঃসন্দেহে সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার । তার হাত ধরেই জিতেছে বাংলাদেশ অনেক ম্যাচ। আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর।তারপর এি-দেশীয় সিরিজ খেলবে টিম টাইগার। সবশেষে ওয়াটসনের দেশ অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর, যা শুরু হবে অক্টোবর মাসে। আসরগুলো শুরু হওয়ার আগেই সাকিব কে নিয়ে এ কেমন মন্তব্য করে বসলেন ওয়াটসন।সে মনে করেন, পারফরম্যান্স দিয়ে সাকিব দুই আসরেই দাপট দেখাবেন।

গতবারের ওয়ানডে বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স ছিল দেখার মতন। নিজের সেরা সময় পাড় করেছিলেন তখন। তবে সাকিব হারিয়েছিলেন নেতৃত্ব আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর। আলোর আশা জাগিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন আবার। কথায় আছে না রতনে রতন চিনে। তেমনি আরেক বিশ্বমানের খেলোয়াড়
ওয়াটসন সাকিবকে নিয়ে বিশ্বাসী।তিনি বিশ্বাস করেন, সাকিব নেতৃত্বে ফেরায় বাংলাদেশ দল আবারও উজ্জীবিত হয়ে উঠবে। আইসিসি রিভিউতে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াটসন সাকিবকে ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বমানের খেলোয়াড় হিসেবেও আখ্যায়িত করেন।

সাকিবের প্রতি বিশ্বাস রেখে প্রশংসায় ভাসলেন ওয়াটসন তিনি বিশ্বকে জানিয়েছেন এবারের আসরগুলোতে বাংলাদেশকে হারানো কঠিন হবে কারন নেতৃত্বতে আছেন বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ওয়াটসন আরো বলেন, ‘সাকিবের নেতৃত্ব দলকে পুনরুজ্জীবিত করবে। সে অনেক অভিজ্ঞ। বাংলাদেশকে অসংখ্যবার নেতৃত্ব দিয়েছে। বিপিএলসহ অনেক ফ্র্যাঞ্চাইজি লিগেও অধিনায়কত্ব করেছে।চাপের মুখে তার সিদ্ধান্তগুলো দলের জন্য অনেক মূল্যবান হবে। তার নিজেকে প্রমাণের একটা সুযোগও আছে। বিশ্বমানের একজন ক্রিকেটার নিজেকে প্রমাণ করতে গেলে তারা দাপুটে পারফরম্যান্স করে। সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে রাজত্ব না করলে আমি খুব অবাকই হবো।Shakib Al Hasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks