(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আইপিএল ২০২৩ : কলকাতার একাদশে সাকিব-লিটন!

কলকাতার একাদশ, কেকেআরের একাদশে সাকিব-লিটন, লিটন দাস, সাকিব আল হাসান, আইপিএল, আইপিএল ২০২৩ : কলকাতার একাদশে সাকিব-লিটন!

সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএল খেলা নিয়ে ছিল নানা অনিশ্চয়তা ও শঙ্কা। তবে অবশেষে সব শঙ্কা কাটিয়ে আইপিএলের শুরু থেকেই খেলবেন সাকিব-লিটনরা।

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কলকাতা নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আগামী ১ এপ্রিল (শনিবার) বাংলাদেশ সময় বিকাল ৪:০০ ঘটিকায়। পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাবেন কি না সাকিব আল হাসান ও লিটন দাস সেই প্রশ্নই এখন ক্রিকেট পাড়ায়।

এদিকে এবার কলকাতার একাদশ নিয়ে বিশ্লেষণ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আকাশ চোপড়ার বিশ্লেষণ করা একাদশে জায়গা পেয়েছেন লিটন ও সাকিব। ওপেনার হিসেবে লিটন দাসকেই প্রথম পছন্দ আকাশ চোপড়ার।

এ প্রসঙ্গে তিনি বলেন “উইকেট কিপার হিসেবে ওদের রহমানউল্লাহ গুরবাজ, জগদেশান ও লিটন দাস আছে। দেখুন লিটন দাস দারুণ কিছু, ও ওপেন করে কিপিং এবং ব্যাটিং দুটোই ভালো করে। আমি তাকে অনেক উচ্চমানের ক্রিকেটার হিসেবে বিবেচনা করি। সে বাংলাদেশের অন্যতম ভালো একজন ক্রিকেটারদের একজন। ওদিকে রহমান গুরবাজ রয়েছে। সে খুবই আক্রমণাত্বক ক্রিকেটার, বড় শটস খেলতে পারে। যদিও সে আইপিএলে খুব বেশি সুযোগ পায়নি এর আগে গুজরাট দলে ছিল কিন্তু তারা ওকে খেলায়নি। কলকাতা যদি তাকে খেলায় তাহলে সে দারুণ কিছু করতে পারবে।

“কিন্তু ওপেন করবেন কে এটাই হবে মূল বিষয়। ভেঙ্কেটেশ আয়ারের সঙ্গে ওপেন করবে একজন বিদেশী। তাহলে গুরবাজ এবং লিটন রয়েছে। এই দুজনের কাকে খেলানো যায়। আমার মনে হয় গুরবাজ। সে খুবই আক্রমনাত্বক ক্রিকেটার।

এদিকে ওপেনার হিসেবে লিটনকে দ্বিতীয় পছন্দের তালিকায় রাখলেও সাকিব আল হাসানকে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে দেখতে চান আকাশ চোপড়া।

এ নিয়ে আকাশ চোপড়া বলেন, “তিনে নিতিশ রানা ও চারে রিঙ্কু সিংকে যদি পাঠাই তাহলে পাঁচে কাকে খেলাব। সাকিব আল হাসানকে যদি পাঁচে খেলাই আবার ৬ এ আন্দ্রে রাসেলকে খেলাতে হবে। তাহলে তিন বিদেশি খেলানো হয়ে যায়। কিন্তু কিছু করার নাই আমার মতে কলকাতার দলটায় খুব ভালো দেশি ক্রিকেটার নেই। ইমপ্যাক্ট ক্রিকেটারও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks