(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL Auction 2022 | Shakib Al Hasan | Aakash Chopra | কেন সাকিবকে কিনলো না কোনো দল? বেরিয়ে এলো আসল তথ্য!

The mega auction of Indian Premier League IPL has ended. Only Mostafizur Rahman got the team from Bangladesh in this IPL auction. The world’s best all-rounder Shakib Al Hasan remained unsold in the mega auction of 2022 IPL.

শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মেগা নিলাম। আইপিএলের এবারের নিলামে বাংলাদেশ থেকে দল পেয়েছেন শুধুমাত্র মোস্তাফিজুর রহমান। ২০২২ আইপিএলের মেগা নিলামে অবিক্রীতই থেকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যা অবাক করেছে পুরো ক্রিকেট বিশ্বকে। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট-বল হাতে সেরা ফর্মে থাকা সাকিব আল হাসান কেন উপেক্ষিত আইপিএল নিলামে?

চলছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্বে আছেন সাকিব আল হাসান। নিজের অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে দলকে নিয়ে গেছেন শেষ চারে। শুধু তাই নয় বলা চলে বিধ্বংসী ফর্মে আছেন সাকিব। বিপিএলের ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার নিজের নামে করে নিয়েছেন সাকিব। তা ছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি এই কীর্তি গড়েছেন। এতো কিছুর পরও ঠিক কি কারণে কোনো দল আগ্রহ প্রকাশ করেনি সাকিবকে দলে ভেড়াতে? এমন সব প্রশ্নের খোলাসা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। জানিয়েছেন সাকিবকে না কেনার আসল কারণ।

ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া জানিয়েছেন, পুরো মৌসুমে সাকিবের খেলার অনিশ্চয়তায় দল না পাওয়ার মূল কার‍ণ। আইপিএল চলাকালীন সময়েই শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। যার কারণে জাতীয় দলের হয়ে খেলার জন্য আইপিএলে বেশিরভাগ সময়ে খেলতে পারবেন সাকিব। আকাশ চোপড়া এটাও জানিয়েছেন, সাকিবকে দলে ভেড়ানোর জন্য প্রস্তুত ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আইপিএলের পুরো সময়ে তাকে না পাওয়ার আশংকায় তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি সানরাইজার্স হায়দ্রাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks