(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Ronaldo transfer news : অবশেষে মাদ্রিদে ফিরছেন রোনালদো! খেলাধুলার খবর

Ronaldo transfer news : দলবদলের বাজারে আলোড়ন সৃষ্টি করে এখনো পর্যন্ত নতুন দলের নাম প্রকাশ করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ তিনি পাড়ি জমাতে পারেননি নতুন কোন ক্লাবে। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউরোপের বিভিন্ন ক্লাব। যেখানে আছে মেসি-নেইমারদের ক্লাব পিএসজিও। এবার জানা গেছে রোনালদোর যাচ্ছেন মাদ্রিদের ক্লাবে।

আ্যলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমেওনেকে রাজি করিয়েছেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিয়।সেই ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর কেটে লম্বা সময়। পর্তুগিজ ফরোয়ার্ড জুভেন্টাস ছেড়ে চলে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডও ছাড়তে চাচ্ছেন রোনালদো।

নানান দলবদলের গুঞ্জনের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের নতুন মৌড় দেখা গেল এবার। আবারো মাদ্রিদ ক্লাবে ফিরছেন পর্তুগিজ তারকা। তবে রিয়াল মাদ্রিদ নয় ক্রিস্টিয়ানো রোনালদো ফিরছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। কোচ সিমেওনে রোনালদোকে নিতে আগ্রহী। রোনালদোর জন্য জর্জ মেন্ডিস অ্যাথলেটিকো মাদ্রিদ এর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে।

এমনটাই দিয়ে এমন খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে পর্তুগিজ তারকা যাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে থাকায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেনা ম্যানচেস্টার ইউনাইটেড। তাইতো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমাতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো। অ্যালেটিকো মাদ্রিদে গেলে রোনালদোর সেই লক্ষ্য পূরণ হবে।

সবশেষ ১৯ চ্যাম্পিয়নস লিগ অংশ নিয়েছেন ক্রিস্টিয়ানো অসাধারণ পারফরম্যান্স স্বীকৃতি হিসেবে ইউরোপ সেরার প্রতিযোগীতায় সর্বোচ্চ গোলদাতাও তিনি। তাইতো এবারের চ্যাম্পিয়নস লিগে খেলবেনা রোনালদো তা কি করে হয়? পর্তুগিজ তারকা নিজেও চান চ্যাম্পিয়নস লিগে খেলতে। তাইতো নতুন ক্লাবে পাড়ি জমাচ্ছেন তিনি। Ronaldo transfer news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks