ronaldo performing sajdah : গোল করে সিজদাহ্ লুটিয়ে পরলেন রোনালদো। যে নেট দুনিয়ায় ভাইরাল | রোনালদো গোল | খেলার খবর : ইউরোপীয় ফুটবলের জৌলুসের মাঝে কয়জনই বা খবর রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো? পর্তুগিজ মহা তারকা এখন আছেন সৌদি প্রো লীগে আল নাসিরে। গতরাতে সৌদি লীগে আল নাসিরের অবিশ্বাস্য জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
৫ গোলে রোমাঞ্চকর লড়াইয়ে শুরু পিছিয়ে পড়ার পর দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন রোনালদো। পর্তুগিজ এই মহাতারকা ম্যাচের ৫৯ তম মিনিটে দলের তৃতীয় গোল কি করে জয় নিশ্চিত করেছেন,
তবে রোনালদোর ম্যাচ জয়ী পারফরম্যান্সের আলোচনাকে ছাপিয়ে গেছে মাঠে তার অসাধারণ এক কাজ। এই ম্যাচে গোল করেই সিজদায় লুটিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেমনটা মুসলিম ফুটবলারদের দেখা যায়, গোল এরপর সেই সফলতা উদযাপন করতে সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদায় লুটিয়ে পড়েন।
এবার ক্রিস্টিয়ানো রোনালদো সেটাই করলেন গোল করে সেজদায় লুটিয়ে পড়লেন পর্তুগিজ মহা তারকা। ভিডিও ছড়িয়ে পড়েছেন নেট দুনিয়ায় এরপর প্রশংসায় ভাসছেন পর্তুগিজ মহা তারকা।