(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফুটবল নিউজ : বিশ্বকাপের আগেই ইনজুরিতে ব্রাজিলিয়ান তারকা রিচার্লশন | বিশ্বকাপের খবর | richarlison injury update

richarlison injury update

কাতার বিশ্বকাপের সময় প্রায় ঘনিয়েই এসেছে। তবে বিশ্বকাপ যত নিকটে ততই চিন্তার ভাঁজ পড়ছে ব্রাজিল ফুটবল দলের কপালে। একের পর এক খেলোয়াড়ের ইঞ্জুরি যেনো ভাবিয়ে তুলেছে ব্রাজিল কোচ তিতেকে। এবার ইঞ্জুরিতে পড়লেন ব্রাজিল দলের সেরা তারকা স্ট্রাইকার।richarlison injury update

শনিবার (১৫ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয় পায় টটেনহ্যাম হটস্পার। তবে জয় পেলেও ইঞ্জুরিতে পড়েছেন টটেনহ্যামে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। বিশ্বকাপের একমাস আগে রিচার্লিসনের ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল।

এই ইঞ্জুরির কারণে একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে রিচার্লিসনের বিশ্বকাপ খেলা। ম্যাচ শেষে ইএসপিএন ব্রাসিলকে রিচার্লিসন বলেন, এটা বলা কঠিন, এটার আমার স্বপ্নের কাছাকাছি। এর আগেও আমি একই ধরনের আঘাত ভোগ করেছি। যার ফলে দুই মাস মাঠের বাইরে ছিলাম। আগামীকাল (রোববার, ১৬ অক্টোবর) আমার একটা পরীক্ষা করব। কিন্তু এমনকি হাঁটতেও ব্যথা হচ্ছে। তারপরেও আমাকে কাতারে যাওয়ার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে।

উল্লেখ্য, এর আগে লিভারপুলের অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আরেক ব্রাজিলিয়ান আর্থার মেলো। এবার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন রিচার্লিসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks