(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো র ম্যাজিকে কোপা ডেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ! ভিনিসিয়াস ও রদ্রিগোর প্রশংসায় যা বলল রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলেত্তি | Copa Del Rey 2023 | Real Madrid vs Osasuna 2-1

ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো র ম্যাজিকে কোপা ডেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ | Copa Del Rey 2023 | Real Madrid vs Osasuna 2-1 : ব্রাজিলিয়ান দুই তারকা পার্থক্য গড়ে দিয়েছে ফাইনালে এমনটাই বললেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর হাতে ফাইনালের ম্যান অব দা ম্যাচের ট্রফি উঠেছে। তবে গোল না পাওয়ায় ভিনিসিয়াস জুনিয়র ট্রফিটা পেলোনা। ফাইনালে প্রতিপক্ষের রক্ষণে আতঙ্কের নাম ছিল ভিনিসিয়াস।

কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের জয়ের দুই নায়কেকে আলাদা সম্মান দিয়েছে দলটির কোচ কার্লো আনচেলত্তি। এদিন রিয়াল মাদ্রিদ ২-১ গোলের জয় পায়। ভিনিসিয়াস ওসাসুনার রক্ষণকে এলোমেলো করে দিয়েছিলেন।ভিনিসিয়াসের করা পাসে বক্সের ভেতর অরক্ষিত রদ্রিগোর গোল।

প্রথমার্ধে ভিনিসিয়াস দুর্দান্ত খেললেও মেজাজ হারিয়ে ফেলে হলুদ কার্ডের দেখা পান। সেটির রেশ না কাটতেই দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে বসে রিয়াল। তবে সেখান থেকে কিভাবে দুই ব্রাজিলিয়ানরা দলকে ফিরিয়েছে তা চোখে না দেখলে বিশ্বাসই হত না।

রিয়ালের হয়ে মাএ ২২বয়সের দুই ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলের ট্রফি জেতা হেয় গেল। তাদের দুজনকে নিয়ে কোচ অনেক আশাবাদী তাই তো কোচ বলেন, প্রস্ফুটিত হয়ে সামনে আরও সাফল্যময় পথচলা তাদের অপেক্ষায়। 

রিয়াল মাদ্রিদ কোচ রদ্রিগো ও ভিনিসিয়াসকে নিয়ে সংবাদসম্মেলনে বলেন, রদ্রিগোর ছুটে চলার সীমানা তার জানা নেই।“কেউ জানে না, সে কতদূর যেতে পারে। সে খুবই অভিজাত এক ফুটবলার। মাঠে তার পদক্ষেপ ও বিচরণ অসাধারণ এবং গোল করার ঝোঁক তার প্রবল। খুবই আকর্ষণীয় সে, দারুণভাবে উন্নতি করে চলেছে।” 

প্রথম আধঘণ্টায় আমরা খুব ভালো খেলেছি। ভিনিসিউস ছিল অপ্রতিরোধ্য। এরপর আমরা কিছুটা মেজাজ হারিয়ে ফেলি। দল তখন ধীরস্থির ছিল না। তাদেরকে আমার স্থির করতে হয়েছে (মাঝ বিরতিতে)।” 

তবে তারাই পার্থক্য গড়ে দিয়েছে। ভিনিসিউস বারবার তাদেরকে এলোমেলো করে দিচ্ছিল, রদ্রিগো তো দুটি গোলই করল। এই মুহূর্তে তারা বারবারই ব্যবধান গড়ে দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks