(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

PSG Vs Real Madrid | UCL | Round Of 16 | মেসির পেনাল্টি মিস! নেইমার-এমবাপ্পে জাদুতে পিএসজির নাটকীয় জয়!

PSG beat Real Madrid 1-0 in a high voltage match in the first leg of the last 16 of the UEFA Champions League.

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করেছে পিএসজি। ইঞ্জুরি থেকে ফিরেই দলের জয়ে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। লিওনেল মেসির পেনাল্টি মিসের পর ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারের করা অ্যাসিস্ট থেকে গোল করে দলকে নাটকীয় এই জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

এদিন নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে একক আধিপত্য বিস্তার করেছে ফরাসি জায়ান্টরা। বল দখল থেকে শুরু করে আক্রমণেও আধিপত্য বিস্তার করেছে মাউরিসিও পচেত্তিনোর দল। এদিন মার্কইনহোসদের ডিঙিয়ে কোনো শটই লক্ষ্য বরাবর রাখতে পারেনি করিম বেঞ্জেমা ও ভিনিসিয়াস জুনিয়ররা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে পিএসজি। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কোনো দলই। দ্বিতীয়ার্ধে পিএসজির আক্রমণের ভিড়ে আশার বাণী হয়ে আসে পেনাল্টি। ৬০তম মিনিটে বল নিয়ে ছূটতে থাকা কিলিয়ান এমবাপ্পেকে বাধা দিতে গিয়ে ডি বক্সে ফাউল করে বসেন কারভাহাল। ফলে পেনাল্টি যায় পিএসজির পক্ষে। কিন্তু লিওনেল মেসির নেওয়া সেই শট দূর্দান্তভাবে রুখে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক করোতোয়া।

ম্যাচে একাধিকবার রিয়ালের জালে হানা দিলেও গোলমুখে বারবার ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা। ৭৩তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামেন নেইমার। গোলশূন্য ড্র তেই ম্যাচ প্রায় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক শেষ মুহুর্তে দেখা গেল নেইমার-এমবাপ্পে রসায়ন।

ম্যাচের যোগকরা সময়ে অর্থাৎ ৯৪ তম মিনিটে নেইমারের ব্যাকহিল পাস পেয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের চোখে ধুলো দিয়ে গোল দেন কিলিয়ান এমবাপ্পে। ফলে ১-০ গোলের নাটকীয় জয় পায় ফরাসি জায়ান্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks