Real Madrid Vs Mallorca Goals And Match Review : আত্মঘাতী গোল! পেনাল্টি মিস মায়োর্কার বিপক্ষে শোচনীয় হার রিয়াল মাদ্রিদের!

Real Madrid Vs Mallorca Goals And Match Review : আত্মঘাতী গোল! পেনাল্টি মিস মায়োর্কার বিপক্ষে শোচনীয় হার রিয়াল মাদ্রিদের!

খারাপ সময় যেনো পিছু ছাড়ছেই না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগায় একের পর এক হোঁচট খেয়েই চলেছে দলটি। হঠাৎ করেই লিগের মাঝপথে এসে ছন্দ হারিয়েছে কার্লো আনচেলেত্তির দল। আজ (৫ ফেব্রুয়ারি) মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের পরাজয় বরণ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাও আবার আত্মঘাতী গোলে এসেছে রিয়ালের এই পরাজয়। তবে এদিন
সমতায় ফেরার সুযোগ পেলেও সেই সুযোগ হাতছাড়া করে মার্কোস অ্যাসেনসিও।

প্রতিপক্ষে মাঠে এদিন বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে মায়োর্কার জালে মোট ২০ টি শট নিয়েছে লস ব্ল্যাংকসরা যার মাত্র ১ টি লক্ষ্য বরাবর রাখতে সক্ষম হয়েছে।

ম্যাচের ১৩তম মিনিটেই ভাগ্য খুলে যায় মায়োর্কার। ডি-বক্সের মধ্যে মায়োর্কার লং শট নেওয়া বল হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে আত্মঘাতী গোল করে বসেন নাচো। যার ফলে ১-০ গোলে এগিয়ে যায় মায়োর্কা।

এরপর প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হলে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে রিয়াল মাদ্রিদের সামনে। ম্যাচের ৫৭তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে ডি-বক্সে ফাউল করেন মায়োর্কার গোলরক্ষক রাজকোভিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।

তবে অ্যাসেনসিওর নেওয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন রাজকোভিচ।

এরপর আর তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারলে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে গেল রিয়াল মাদ্রিদের। ২০ ম্যাচ খেলে ১৪ জয় ৩ ড্র এবং ৩ হারে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি। অন্যদিকে ১৯ ম্যাচ খেলে ১৬ জয় ২ ড্র ১ হারে বার্সালোনার পয়েন্ট ৫০। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালান দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks