(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Rashid Khan | IPL | রশিদ খানকে পিটিয়ে রানের পাহাড় হায়দ্রাবাদের! লজ্জায় ডুবলো রশিদ খান!

Rashid is the most talked about name in T20 cricket. The Afghan leg-spinner has been at the center of criticism for his various actions and bizarre remarks at different times. Rashid Khan is playing for Gujarat Titans in this year’s IPL.

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম রশিদ। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকান্ড এবং উদ্ভট মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন আফগান এই লেগ স্পিনার। এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রশিদ খান। নতুন দলে গিয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না রশিদ খান। আজ নিজেদের অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে বল হাতে গুজরাটকে শুধুমাত্র হতাশা দিয়েছেন রশিদ খান।

আইপিএলের ৪০তম ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। তবে তাদের এই সিদ্ধান্তকে ভুল প্রমান করেছেন অভিশেখ শর্মা ও এইডেন মার্করাম। রশিদ খানদের পিটিয়ে নির্ধারিত ২০ ওভার শেষের ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে কেন উইলিয়ামসনের দল।

এদিন বল হাতে সানরাইজার্স হায়দ্রাবাদকে রান উপহার দিয়েছেন রশিদ খান। রশিদ খানকে এদিন তুলোধুনো করেছেন অভিশেষ শর্মা ও মার্করামরা। এদিন ১১.২৫ ইকোনমি রেটে ৪ ওভার বোলিং করে বিনা উইকেট শিকারে ৪৫ রান দিয়েছেন রশিদ খান। এদিন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলার ছিলেন রশিদ খান। গুজরাটের হয়ে এদিন বল হাতে সর্বোচ্চ ৫২ রান দিয়েছেন লকি ফার্গুসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks