লিটন দাস | বাংলাদেশ বনাম ভারত | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | সাকিব আল হাসান
ভারতের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। তবে এই বৃষ্টিকে মধুর বানিয়ে তুলেছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস।
এদিন দিনের শুরুতে টস হেরে ব্যাটিং করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের বিশাল সংগ্রহ যোগ করে স্কোরবোর্ডে।
ভারতের দেয়া ১৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই স্বাবলিলভাবে হাত ঘুরাতে থাকেন ওপেনিংয়ে ফেরা লিটন কুমার দাস। তার তান্ডবলীলায় নাস্তানাবুদ হয়েছে একে একে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামী ও আর্শদ্বীপ সিংরা। ব্যাট হাতে ঝড় তুলে লিটন দাস মাত্র ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ফিফটি তুলে নেন।
এদিকে ভারতের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ৭ ওভারে বাংলাদেশের নেয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। সেখানে ৭ ওভারে খেলে বাংলাদেশ সংগ্রহ করেছে ৬৬ রান বিনা উইকেট হারিয়ে। অ্যাডিলেইডে বৃষ্টি যদি আর না থামে এবং খেলার ফলাফল যদি ডিএল মেথড দিয়ে শেষ হয় তাহলে জিতে যাবে বাংলাদেশ দল। কারণ ১৭ রানে এগিয়ে আছে টাইগাররা।
উল্লেখ্য, অ্যাডিলেইডে ম্যাচের আগে থেকেই বৃষ্টি হওয়ার পূর্বাবাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।