(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Psg vs Riyadh All Star Xi 5-4 match summery : Messi, Ronaldo Scores : মেসি-রোনালদোর ম্যাজিক! ৯ গোলের ম্যাচের পিএসজির জয়!

Psg vs Riyadh All Star Xi 5-4 match summery : Messi, Ronaldo Scores : মেসি-রোনালদোর ম্যাজিক! ৯ গোলের ম্যাচের পিএসজির জয়!

হয়তো শেষবারের মতো মুখোমুখি লড়াই, হয়তো আর রচনা হবে না কোনো ইতিহাস এই প্রতিদ্বন্দ্বিতার আর তাইতো এই শেষবারটাকেই মধুর করে রাঙিয়ে দিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যাদের প্রতিদ্বন্দ্বিতা এবং মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকে কোটি ভক্ত-সমর্থকেরা।

১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রিয়াদ সেশন কাপে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে লিওনেল মেসির পিএসজি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াদ অল-স্টার একাদশ। গোলবন্যার এই ম্যাচে রোনালদোর নেতৃত্বাধীন রিয়াদ অল-স্টার একাদশকে ৫-৩ গোলে হারিয়েছে পিএসজি।

এই ম্যাচে সৌদি আরবে নিজের অভিষেক ঘটানো পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছেন দুই গোলের দেখা। অন্যদিকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পেয়েছেন এক গোলের দেখা।

ম্যাচের শুরুর তিন মিনিটেই জালের দেখা পিএসজি। নেইমার জুনিয়রের দারুণ শটে দেওয়া বলটি পেয়ে যান লিওনেল মেসি। সেখান থেকে আর গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। ফলে ১-০ গোলে লিড নেয় ফরাসি জায়ান্টরা।

এরপর ম্যাচের ৩৪তম মিনিটে বল ঠেকাতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাউল করে বসে পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। সঙ্গে সঙ্গে পেনাল্টি পায় রিয়াদ অল-স্টার। সফল স্পটকিকে গোল সৌদি আরবে নিজের প্রথম গোলের দেখা পেয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। পিএসজির সঙ্গে সমতায় ফেরে রিয়াদ অল-স্টার।

এরপর বড় ধাক্কা খায় পিএসজি। ৩৯তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার হুয়ান বার্নাট। ম্যাচের প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে ঠিক সে সময় ৪৩তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দূর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন মার্কুইনহোস।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমার জুনিয়রকে ফাউল করে বসে অল-স্টারের ডিফেন্ডার। ভিএআর চেক করা শেষে পিএসজিকে পেনাল্টি দেন রেফারি। তবে নেইমার জুনিয়রের নেওয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন রিয়াদ অল-স্টারের গোলরক্ষক আল ওয়াইসি।

এর ঠিক ১ মিনিট বাদেই আবারো পিএসজির জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম চেষ্টায় হেডটি গিয়ে লাগে গোলবারে। সেখান থেকে ফিরে এলে দ্বিতীয় চেষ্টায় গোল করতে সক্ষম হয় রোনালদো। ফলে ২-২ গোলের সমতা দিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে আবারো এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপ্পের নেওয়া শটকে এবার গোলে রূপান্তরিত করেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ফলে ৩-২ গোলে এগিয়ে যায় পিএসজি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ফরাসি জায়ান্টরা। ৫৬তম মিনিটে জাংয়ের গোলে আবারো সমতা টানে রিয়াদ অল-স্টার একাদশ।

এর ঠিক চার মিনিট বাদে কপাল পুড়ে রিয়াদ অল-স্টারের। মেসির নেওয়া শট আটকাতে গিয়ে ডি-বক্সে হ্যান্ডবল করে বসেন আল বুলাইহি। পেনাল্টি পায় পিএসজি। এবার পেনাল্টি থেকে শট নিলেন কিলিয়ান এমবাপ্পে। সফল স্পটকিকে দলকে এগিয়ে নিয়ে যান এমবাপ্পে।

এরপর একে একে উঠিয়ে নেওয়া হয় রোনালদো, মেসি, নেইমার, এমবাপ্পে, নাভাস,রামোসদের। ম্যাচের ৭৮তম মিনিটে আবারো গোল করে পিএসজি। এবার হুগো একিটিকের গোলে ব্যবধান দিগুণ করে পিএসজি।

৫-৩ এ চলতে থাকা ম্যাচে শেষ মুহুর্তে এসে গোল করেন রিয়াদ অল-স্টারের তালিসকা। ফলে ৫-৪ গোল এর মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ। মোট ৯ ম্যাচের গোলে মেসিরা পেল স্বস্তির জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks