(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

PSG vs Reims Uber Eats League 1 : লাল কার্ড দেখার ম্যাচে পিএসজির হতাশা!

PSG vs Reims Uber Eats League 1 : লাল কার্ড দেখার ম্যাচে পিএসজির হতাশা!

লিগ ওয়ানে হতাশার এক রাত কাটিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র’য়ের রাতে এক লাল কার্ড দেখতে হয়েছে পিএসজিকে।

পার্ক দেস প্রিন্সেসে এদিন ছন্নছাড়া ফুটবল খেলেছে পিএসজি। শুরু থেকেই আক্রমণে বেশ একটা সুবিধা করতে মেসি-নেইমাররা। ফলে ০-০ তেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে কিছুটা নিজেদের খুঁজে পায় পিএসজি। ম্যাচের ৫১তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল হুয়ান বার্নাটকে স্পর্শ করে নেইমারের কাছে চলে যায়। সেখান থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়ান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ফলে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

তবে ম্যাচের ৫৫তম মিনিটে রাঁসকে পেনাল্টি প্রায় দিয়েই দিয়েছিল পিএসজি। ডি-বক্সে প্রতিপক্ষের খেলোয়াড় বালোগানকে ফাউল করে বসে মার্কুইনহোস। কিন্তু অফসাইডের কারণে সেই পেনাল্টি বাতিল করে রেফারি।

তবে এর আগে বলটি বালোগানের কাছে যাওয়ার ইতোকে বাজেভাবে ফাউল করে মার্কো ভেরাত্তি। পেনাল্টি বাতিলের পর সেই ফাউলটি চোখে পড়ে রেফারির। সঙ্গে সঙ্গে ভিএআরের মাধ্যমে পর্যবেক্ষণ করে ভেরাত্তিকে লাল কার্ড দেখায় রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

১০ জনের দল নিয়েই প্রায় জয় নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। তবে ম্যাচের শেষ মুহুর্তে যোগ করা সময়ে বালোগানের গোলে কপাল পুড়ে ফরাসি জায়ান্টদের। ফলে ১-১ গোলের ড্র দিয়ে শেষ হয় ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks