(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Psg Vs Reims | League 1 | Lionel Messi | রাঁসকে বিধ্বস্ত করে পিএসজির বড় জয়!

PSG has picked up a big victory by defeating Reims in Park des Princess. Mauricio Pachettino’s side beat Rans 4-0 at home today.

পার্ক দেস প্রিন্সেসে রাঁসকে বিধ্বস্ত করে বড় জয় তুলে নিয়েছে পিএসজি। নিজেদের ঘরের মাঠে এদিন রাঁসকে ৪-০ গোলে পরাজিত করেছে মাউরিসিও পচেত্তিনোর দল।

করোনা ধকল কাটিয়ে এদিন পিএসজি শিবিরে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে শুরুর একাদশে রাখেনি পিএসজি কোচ। ম্যাচের ৬৩তম মিনিটে অ্যানহেল ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক।

মাউরো ইকার্দি, অ্যানহেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আক্রমণ ভাগ সাজালেও দলের প্রথম গোলটি আসে মিডফিল্ড থেকে। ম্যাচের ৪৪তম মিনিটে মার্কো ভেরাত্তির গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। এরপর ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধে দেখা গেল সার্জিও রামোস ঝলক। ৬২তম মিনিটে কর্ণার থেকে নেওয়া শটে ড্যানিলো পেরেইরার হেড বাধাপ্রাপ্ত হয়। বল চলে যায় সার্জিও রামোসের পায়ে হাল্কা শটে জালে জড়াতে চাইলেন বল কিন্তু গোলরক্ষক রাইকোভিচের বাধা, বল আবার ফিরে আসে রামোসের পায়ে এবার আর ভুল করেননি এই স্প্যানিশ ডিফেন্ডার। পিএসজির হয়ে লিগ ওয়ানে প্রথম গোলের দেখা পেয়ে গেলেন রামোস। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে।

ম্যাচের ৬৭তম মিনিটে মার্কো ভেরাত্তির শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন রাঁসের ডিফেন্ডার ওউট ফেইস। ফলে ৩-০ তে এগিয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেইন।

রাঁসের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ড্যানিলো পেরেইরা। ৭৫তম মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে কিলিয়ান এমবাপ্পে খুঁজে পায় পেরেইরাকে। এমবাপ্পে থেকে বল পেয়ে গোল করতে দেরি করলেন না ড্যানিলো পেরেইরা।

এরপর আর কোনো গোল না হলে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।

এই জয়ে ২২ ম্যাচে ১৬ জয় ৫ ড্র ১ হারে ৫৩ পয়েন্টে নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks