PSG vs Pays De Cassel : এমবাপ্পে একাই করলেন ৫ গোল! নেইমারের জাদু! পিএসজি পেল বিশাল জয়!
দলে ছিলেন আক্রমণভাগের সেরা তারকা লিওনেল মেসি। ফ্রেঞ্চ কাপে মেসিকে ছাড়াই পেস দে ক্যাসেলের বিপক্ষে মাঠে নেমেছে ফরাসি জায়ান্টরা। আর এই ম্যাচে পেস দে ক্যাসেলকে একপ্রকার গোলবন্যায় উড়িয়ে দিয়েছে পিএসজি।
এদিন পেস দে ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে কিলিয়ান এমবাপ্পেই করেছেন মোট ৫ গোল। অন্যদিকে নেইমার জুনিয়র ও কার্লোস সোলার ১ টি করে গোল করেন।
এদিন ম্যাচের প্রথমার্ধের ৪০ তম মিনিটের সময় নিজের হ্যাট্রিক পূরণ করেন এমবাপ্পে। এদিকে প্রথমার্ধের ৩৩তম মিনিটের সময় এমবাপ্পের অ্যাসিস্ট থেকে গোলের দেখা পান নেইমার জুনিয়র।
হ্যাট্রিক পূরণ করার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ ও ৭৯তম মিনিটে আরো দুই গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মাঝে নেইমার জুনিয়রের অ্যাসিস্ট থেকে ৬৪তম মিনিটে জালের দেখা পান কার্লোস সোলার।
ফলে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।