Paris Saint-Germain are set to take on OGC Nice today in the French Cup Round of 16 match. PSG will take the field in this match at 2 pm Bangladesh time.
ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আজ ওজিসি নিসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন। বাংলাদেশ সময় রাত ২ টা মিনিটে এই ম্যাচে মাঠে নামবে পিএসজি।
পিএসজিতে যোগ দেওয়ার আগে কত নাম্বার জার্সি পরবেন লিওনেল মেসি এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। বন্ধু নেইমার ১০ নাম্বার জার্সিটি মেসিকে দিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মেসি নেননি ১০ নম্বর জার্সি। তিনি বেছে নিয়েছিলেন ৩০ নম্বর জার্সি।
দীর্ঘদিন ধরে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। ইঞ্জুরি কাটিয়ে হয়তো ফিরতে পারেন ফেব্রুয়ারির শেষের দিকে।
আর তাইতো ফ্রেঞ্চ কাপে অজিসি নিসের বিপক্ষের ম্যাচে বদলাতে যাচ্ছে পিএসজির খেলোয়াড়দের জার্সি নাম্বার।
এমন জার্সি নম্বর বদলে এই ম্যাচে নিজের চিরচেনা ১০ নম্বর জার্সি পরে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। জার্সির পিছনে নিজের সেরা নাম্বার নিয়েই আজ মাঠ মাতাবেন বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়।