trophée des champions এর ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে নতুন মৌসুম শুরু করল পিএসজি। মৌসুমের ১ম প্রতিযোগিতামূলক ম্যাচে দুর্দান্ত জয় পেল মেসি নেইমাররা। এই ম্যাচের আগেই ৪০ শিরোপা জয় নিয়ে দারুণ এক কীর্তির সামনে দাড়িয়েছিল মেসি। আর এই ম্যাচে পিএসজির চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ক্যারিয়ারের ৪১ তম শিরোপা জিতলো পিএসজি।
ট্রপি ডি চ্যাম্পিয়নের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণে এগিয়েছিল পিএসজি। ম্যাচে শুরুতেই পিএসজি এগিয়ে যায় ২২ তম মিনিটের সময়। এসময় গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল করেন নেইমার জুনিয়র। নেইমারের সেই গোলেই ২-০ দিয়ে গিয়েছে পিএসজি।
২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের শেষ করে পিএসজি। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ তম মিনিটে গোলের দেখা পেয়েছেন সার্জিও রামোস। লিওনেল মেসি তৈরি করার সুযোগ থেকে গোল করেছেন রামোস অসাধারণ ব্যাক হিলে গোলটি করেন তিনি। তাতেই ৩-০ গোলে এগিয়ে যায় ক্রিস্তফ গালতিয়ের দল। পরে ম্যাচের ৮২ তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে পিএসজির স্কোরলাইন হয় ৪-০।
বাকি সময়টুকুতে আর কোন গোল করতে না পারলেও এই লিড ধরে রাখাই ৪-০ গোলের জয় নিশ্চিত করে পিএসজি৷