লিওনেল মেসি | নেইমার জুনিয়র | কিলিয়ান এমবাপ্পে | পিএসজি বনাম হাইফা | ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ | চ্যাম্পিয়নস লিগ ২০২২ | মেসি রেকর্ড | ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ পিএসজি
প্রথমার্ধের ২৪তম মিনিটেই পিছিয়ে পড়া সেখান থেকে লিওনেল মেসির জাদুতে ম্যাচে ফেরা এরপর একে একে মাককাবি হাইফার জালে বল জড়িয়ে ষোলকলা পূর্ণ করলেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাককাবি হাইফার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি। এদিন পিএসজির হয়ে গোলের দেখা পেয়েছেন আক্রমণ ভাগের তিন সুপারস্টার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।
প্রতিপক্ষের মাঠ স্যামি অফার স্টেডিয়ামে শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিল পিএসজি। শুরু থেকেই আক্রমণের ভিত শক্ত করে মাককাবি হাইফা। ম্যাচের ২৪তম মিনিটে চেরির গোলে এগিয়ে যায় হাইফা।
এরপর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালানো পিএসজি ম্যাচে সমতায় ফিরে ৩৭তম মিনিটে। এসময় কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে গোল করেন লিওনেল মেসি। যার মাধ্যমে টানা ১৮ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুমে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েছেন মেসি। এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ৩৯ টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন মেসি।
প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়েই খেলা শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দিগুণ করতে বেশ কিছুক্ষণ অপক্ষা করতে হয়েছিল ক্রিস্টফ গালতিয়ের দলকে। ম্যাচের ৬৯তম মিনিটে লিওনেল মেসির অসাধারণ পাস থেকে গোল করে ব্যবধান দিগুণ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর মাঝমাঠ থেকে ভেরাত্তির লং শট পেয়ে সেটিকে গোলে রূপান্তর করেন নেইমার। যার ফলে ৩-১ গোলের লিড পায় ফরাসি জায়ান্টরা।
এরপর আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।