This season, the PSG’s offensive line has been described as the best and most dangerous attack in the world. Especially after Lionel Messi joined the PSG, the football connoisseurs have claimed that the attacking part of the PSG is the best.
চলতি মৌসুৃমে পিএসজির আক্রমণভাগকে বিশ্বের সেরা এবং ভয়ংকর আক্রমণভাগ বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর পিএসজির আক্রমণ ভাগকে সেরা বলে দাবি করেছে ফুটবল বোদ্ধারা। এবার নেইমার জুনিয়র, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সাজানো আক্রমণ এই ত্রয়ীর জাদু দেখল ফুটবল বিশ্ব। লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে একসাথে জ্বলে উঠেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। এদিন লরিয়েন্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে এদিন গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।
প্রতিপক্ষের মাঠে এদিন পাত্তায়ই পেল না লরিয়েন্ট। ম্যাচের শুরু থেকেই পিএসজির আক্রমণের কবলে পড়ে লরিয়েন্ট। ম্যাচে পিএসজির গোলের খাতা খুলেন নেইমার জুনিয়র। ১২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা অ্যাসিস্ট থেকে জালের দেখা পান নেইমার।
এরপর ২৮তম মিনিটে পিএসজিকে আরো এক গোলের লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ইদ্রিসা গুয়েয়ের সহায়তায় গোলের দেখা পান এমবাপ্পে। ফলে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে মাউরিসিও পচেত্তিনোর দল।
দ্বিতীয়ার্ধে আশরাফ হাকিমির ভুলে গোল হজম করে বসে পিএসজি। ৫৬তম মিনিটে আশরাফ হাকিমির পাস দেওয়া বল নাগালে আনতে গেলেও পারলেন না মার্কুইনহোস। ফলে টেরেম মপ্পি সুযোগের সদ্য ব্যবহার করে ব্যবধান কমায়। ম্যাচ চলতে থাকে ২-১ গোলে। তবে ব্যবধান এক কমালেও তাতে আর লাভ হলো কোথায়? ৬৭তম মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে বল পেয়ে দূর্দান্ত এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফলে ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি।
৭৩তম মিনিটে অপেক্ষার অবসান ঘটিয়ে গোলের দেখা পেল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পের করা অ্যাসিস্ট থেকে নজরকাড়া এক গোল করেন লিওনেল মেসি। ফলে ৪-১ গোলের লিড নেয় পিএসজি। লরিয়েন্টের কফিনে ৯০তম মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন নেইমার জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের করা অ্যাসিস্ট থেকে গোলটি করেন নেইমার। ফলে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার জুনিয়র।
৩০ ম্যাচে ২১ জয় ৫ ড্র এবং ৪ হারে পিএসজির পয়েন্ট ৬৪। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফরাসি জায়ান্টরা।