Psg vs Juventus | UCL 2022/23 | ইউসিএলে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল পিএসজি!!
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এদিন পিএসজির হয়ে দুটি গোলই করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
এদিন বল দখল থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখিয়েছে পিএসজি। ম্যাচের শুরুতেই ৫ মিনিটের সময় নেইমার জুনিয়রের অসাধারণ এক ফ্লিক করা বল পেয়ে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যান কিলিয়ান এমবাপ্পে।
১-০ তে পিছিয়ে পড়া জুভেন্টাস পিএসজির কাছে দ্বিতীয়বার হোঁচট খায় ম্যাচের ২২তম মিনিটের সময়। এসময় আশরাফ হাকিমির পাস থেকে দলের দ্বিতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২২ বছর বয়সে (৮০ দিন) ইউসিএলে ২৫ গোলের রেকর্ড গড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।
এদিকে ২-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে একটি গোল হজম করে পিএসজি। কর্ণার থেকে আসা বল হেডে গোলে রূপান্তরিত করেন ওয়েস্টন ম্যাককেননি। ফলে ২-১ এ ব্যবধান কমায় জুভেন্টাস।
এরপর বেশ কয়েকটি আক্রমণ চালালেও ভেরাত্তি ও ডোনারুম্মার রক্ষণভেদ করতে পারেনি জুভেন্টাস। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।