(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Psg vs Clermont Foot | Messi | Neymar | একি ম্যাচে হ্যাট্রিক করলেন মেসি, নেইমার ও এমবাপ্পে!

The best attacking trio in the world is called the trio of Messi, Neymar and Mbopp of PSG. The glimpse of which was seen once more. Lionel Messi, Neymar Jr. and Killian Mbappe have scored hat-tricks in the same match.

বিশ্বের সেরা আক্রমণ ত্রয়ী বলা হয় পিএসজির মেসি, নেইমার ও এমবাপ্পের ত্রয়ীকে। যার ঝলক আরো একবার দেখা গেল। একি ম্যাচে হ্যাট্রিক করেছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। তবে মেসির হ্যাট্রিকটা একটু ভিন্ন। নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে গোলের হ্যাট্রিক করলেও লিওনেল মেসি করেছেন অ্যাসিস্টের হ্যাট্রিক। মেসি,নেইমার ও এমবাপ্পের রসায়নে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি। পিএসজির হয়ে এদিন তিনটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। অন্যদিকে তিন গোলে অবদান রেখে অ্যাসিস্টের হ্যাট্রিক করলেন লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই ক্লেরমন্ট ফুটের উপর চাপ বাড়াতে থাকে পিএসজি। ৬ মিনিটের সময় মেসির দেওয়া সুক্ষ্ম পাস পেয়ে গোল করতে ভুল করেননি নেইমার। ম্যাচের ১৯তম মিনিটে আবারো জালের দেখা পায় পিএসজি। এবার মেসির থেকে বল পেয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ২-০ তে এগিয়ে থাকা পিএসজি এক গোল হজম করে ম্যাচের ৪২তম মিনিটে। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ফরাসি জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে ক্লেরমন্ট ফুটকে তছনছ করে দেয় পিএসজির আক্রমণভাগ। ম্যাচের ৬৯তম মিনিটে নিজেদের ডি-বক্সে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে ক্লেরমন্টের জেদাদকা। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। পেনাল্টি থেকে সফল স্পটকিকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এর ঠিক দুই মিনিট পরেই নেইমারের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৮০তম মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে হ্যাট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর ঠিক তিন মিনিট বাদেই এমবাপ্পের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন নেইমার জুনিয়র।

এরপর আর কোনো গোল না হলে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর দল।

এই জয়ে লিগ শিরোপার আরো কাছে চলে গেছে পিএসজি। ৩১ ম্যাচে ২২ জয় ৫ ড্র ও ৪ পরাজয়ে পিএসজির পয়েন্ট ৭১। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks