PSG Match Result, Ligue 1: এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির জয়💥একি করল মেসি?

psg vs brest 2-0 Ligue 1 match. PSG Ligue 1 match result. Ligue 1 match. Latest Football News Today

লিগ ওয়ানের দুই ম্যাচের পয়েন্ট হারানোর পর জয়ের ধারায় ফিরেছে পিএসজি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলেও লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন পিএসজি কোচ। মেসি ও নেইমারকে ছাড়াই পিএসজিকে বড় জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের অধিকাংশ সময় বলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের উপর আক্রমণের আধিপত্য দেখিয়েছে।

প্রথমার্ধে ম্যাচের ৩২ তম ম্যাচে পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত গোলে এগিয়ে যায় ফরাসিরা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দিয়েছি।

পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ তম মিনিটে পিএসজির স্কোরলাইন ২-০ করেছেন কেরার। সেই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় পিএসসি। এরপর ম্যাচের বাকি সময়টুকুতে আর কোন গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে লিগ ওয়ানের জয়ের ধারায় ফিরেছে পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ফরাসি জায়ান্টরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks