PSG is out of reach in the points table in League One. The French champions in flying rhythms have come very close to this year’s title. Mauricio Pachettino’s side will take on Angers next Thursday (April 21) at 1pm Bangladesh time to secure the title.
লিগ ওয়ানে পয়েন্ট টেবিলে ধরা-ছোঁয়ার বাইরে আছে পিএসজি। উড়ন্ত ছন্দে থাকা ফরাসি চ্যাম্পিয়নরা এবারের শিরোপার খুব নিকটে পৌঁছে গেছে। শিরোপা একেবারে নিশ্চিত করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১ টায় অ্যাঙ্গার্সের বিপক্ষে মাঠে নামবে মাউরিসিও পচেত্তিনোর দল। আসন্ন অ্যাঙ্গার্সের বিপক্ষের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারলে এবং অপরদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেই যদি নিজেদের ম্যাচে নান্তেসের বিপক্ষে ড্র করে তাহলে চলতি আসরে লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলবে পিএসজি। তবে নান্তেসের বিপক্ষের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেই জয় তুলে নিলে পিএসজিকে অপেক্ষা করতে হবে নিজেদের পরের ম্যাচের জন্য। সেক্ষেত্রে ঘরের মাঠে লেন্সের বিপক্ষে জয় তুলে নিলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে মেসি-নেইমাররা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল পিএসজি।
ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।
অ্যাঙ্গার্সের বিপক্ষে শিরোপা নিশ্চিত করার ম্যাচে মেসিকে পাচ্ছে না ফরাসি জায়ান্টরা। গোড়ালির পেছনের জয়েন্টের ব্যাথার কারণে অ্যাঙ্গার্সের বিপক্ষের ম্যাচে খেলতে পারবে না লিওনেল মেসি।
লিওনেল মেসির ইঞ্জুরি সম্পর্কে এক বিবৃতি দিয়ে পিএসজি জানায়, মেসি তার বাম অ্যাকিলিস টেন্ডনে ব্যাথার চিকিৎসা নিচ্ছেন। ৪৮ ঘন্টা পর আবার তার ইঞ্জুরি পর্যবেক্ষণ করবে পিএসজির মেডিকেল টিম।
৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজির শিরোপা নিশ্চিত করার ম্যাচে মেসির না থাকা নিঃসন্দেহে চিন্তায় ফেলবে মাউরিসিও পচেত্তিনোকে।