(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পিএসজিঃ মেসির দৃষ্টিনন্দক গোল!! এমএনএম ঝলকে পিএসজি বড় জয়! লিওনেল মেসি

লিওনেল মেসি | নেইমার জুনিয়র | ট্রয়েস বনাম পিএসজি | পিএসজি বনাম ট্রয়েস | লিওনেল মেসি গোল | কিলিয়ান এমবাপ্পে | পিএসজি নিউজ | ফুটবল নিউজ

ঘরের মাঠে প্রতিপক্ষের কাছে প্রায় হোঁচট খেয়েই গিয়েছিল পিএসজি। দলকে খাদের কিনারা থেকে তুললেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। এদিন অবিশ্বাস্য এক গোল করে আবারো পিএসজি ভক্তদের চমকে দিয়েছেন লিওনেল মেসি। লিগ ওয়ানের ম্যাচে ট্রয়েসের বিপক্ষে এদিন পিএসজি জিতেছে ৪-৩ গোলে। এদিন পিএসজির হয়ে গোলের দেখা পেয়েছেন কার্লোস সোলার, লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। সাত গোলের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্টরা।

এদিন শুরুতেই প্রতিপক্ষ ট্রয়েসের আক্রমণে কোনঠাসা হয়ে গোল হজম করে পিএসজি। ম্যাচের ৩ মিনিটের সময় বালদের গোলে এগিয়ে যায় ট্রয়েস। এরপর ২৪তম মিনিটে ম্যাচে ফিরে পিএসজি। নেইমার জুনিয়রের কল্যাণে গোলের দেখা পান কার্লোস সোলার। ফলে ১-১ গোলে সমতায় ফিরে ক্রিস্তোফ গালতিয়ের দল।

এরপর প্রথমার্ধে আর কোনো গোক না হলে ১-১ গোলের সমতা নিয়েই খেলা শেষ করে দুই দল।

তবে পিএসজির আবারো বিপত্তি বাঁধে দ্বিতীয়ার্ধের শুরুতে। ম্যাচের ৫২তম মিনিটে আবারো বালদের আঘাতে ক্ষত পিএসজি। ২-১ গোলে এগিয়ে যায় ট্রয়েস। তবে ম্যাচে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। লিওনেল মেসির জাদুকরী ফুটবলে আবারো উল্লাসে মাতে পিএসজি।

ম্যাচের ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে সার্জিও রামোসের পাস পেয়ে যান মেসি। সেখান থেকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে এক কার্লি শটের মাধ্যমে গোল দৃষ্টিনন্দক এক গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি।

ম্যাচে লিড নিতে এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ৬২তম মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান নেইমার জুনিয়র। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান দিগুণ করে পিএসজি।

৭৫তম মিনিটে সোলারকে ডি-বক্সে ফাউল করে বসে ট্রয়েসের গোলরক্ষক গ্যালন। ফলে পেনাল্টি পায় পিএসজি। সফল স্পটকিকে গোল করে দলের ব্যবধান দিগুণ করে কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শেষ মুহুর্তে এসে আরো এক গোল হজম করে ফরাসি জায়ান্টরা। কর্ণার থেকে নেওয়া শটটি রিপার্ট থেকে যায় পালাভার্সার কাছে সেখান থেকে হেডে গোল করে ব্যবধান কিছুটা কমায় ট্রয়েস। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks