Neymar Transfer News. PSG. Messi Transfer News. মেসি যাচ্ছে বার্সেলোনা তে। নেইমারের গন্তব্য ম্যান সিটি। পিএসজি দলে আনছে এক পর্তুগিজ তারকাকে।
মেসিকে ধরে রাখতে পারবেনা বিষয়টি মেনে নিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটি চাচ্ছে মেসির পরিবর্তে অভিজ্ঞ একজন ফরওয়ার্ডকে দলে আনতে। আর সেজন্য পিএসজি এবার হাত বাড়িয়েছে পর্তুগিজ এক তারকার দিকে। সে তারকা হলেন ম্যানচেস্টার সিটি বেনার্দো সিলভা।
লিওনেল মেসির অভাব ঘুচতে পর্তুগিজ তারকাকে আনার পরিকল্পনাই পিএসজি। সেই ক্ষেত্রে বলির পাঠা হতে যাচ্ছেন নেইমার জুনিয়র। জানা গেছে বিনিময় চুক্তিতে বেনার্দো সিলভাকে দলে আনছে পিএসজি। ম্যানচেস্টার সিটিতে ছয় মৌসুম পারফর্ম করছেন পর্তুগিজ এই তারকা। আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে তার ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছে।
দলবদলের সেই অঞ্চলের পালের হাওয়াতে গা ভাসাতে চাই পিএসজি। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে দিয়ে বেনার্দো সিলভাকে দলে আনছে পিএসজি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও স্পোর্ত। পিএসসি এই চেষ্টাই সফল হলে এবং এএস ও স্পোর্তর এই খবর সত্যি হলে আগামী মৌসুমে নেইমার জুনিয়রকে দেখা যাবে আর্লিং হল্যান্ড ও জুলিয়ান আলভারেজের ম্যান সিটির জার্সিতে।
আর মেসির পরবর্তী গন্তব্য হতে পারে বার্সেলোনা কিংবা সৌদি প্রো লীগের দল আল হিলাল। কারণ মেসির পরবর্তী ক্লাবের নাম হিসেবে আল হিলাল ও বার্সেলোনার নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।