Neymar transfer news : খেলাধুলার খবর | পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন নেইমার।

নেইমার জুনিয়রের ভবিষ্যত নিয়ে চলমান গ্রীষ্মকালীন দলবদল আলোচনা কম হয়নি। ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করে দিতে চাই পিএসজি। এমন শিরোনামে খবর প্রকাশিত হয়েছিল ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নেইমার জুনিয়রকে বিক্রি করার ইচ্ছার কথা গণমাধ্যমের সরাসরি বলেছেন।neymar transfer news

নেইমার নিজেও প্রেসিডেন্টের এই কথার পর ক্লাব ছাড়তে চেয়েছেন। তবে সবশেষ খবর হলো বিশ্বকাপের বছর হওয়াই এবারের গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছাড়তে চাইছেন না। নেইমার চান অন্তত আরো একটি মৌসুম পিএসসিতে থাকতে। ব্রাজিলিয়ান সুপারস্টার এখানে দলটিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে চান।

চলছে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের খেলা।  সবশেষ ম্যাচে ৩-০ গোলে জয়ের দিন বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। আর এই ম্যাচে গোল করতে না পরলেও খেলেছেন দুর্দান্ত। ম্যাচ শেষ নেইমার মুখোমুখি গণমাধ্যমের। এইসময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভবিষ্যতের প্রশ্নে জানিয়েছেন পিএসজিতে থাকতে চান তিনি।

পিএসজিতে ভবিষ্যৎ পরিকল্পনা জানা নেই তার। এ প্রসঙ্গে নেইমার বলেন “আমি পিএসজিতে থাকতে চায়  তবে আমাকে নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কী? তা আমার জানা নেই। কেউ আমাকে ক্লাব আমার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করেছে তা জানায়নি। তবে আমি পিএসজিতে থাকতে চাই। এটা নিশ্চিতও করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks