Neymar jr and Lionel Messi transfer news : নেইমারকে বিক্রি করে দিবে পিএসজি অন্যদিকে চুক্তি নবায়নের পক্ষে নেই মেসি!

Neymar jr and Lionel Messi transfer news : নেইমারকে বিক্রি করে দিবে পিএসজি অন্যদিকে চুক্তি নবায়নের পক্ষে নেই মেসি!

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়নের নাটক যেনো শেষই হচ্ছে না। একি সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসতে পারছে না দুই পক্ষ এর মাঝেই এবার চাঞ্চল্যের তথ্য দিচ্ছে স্প্যানিশ জার্নালিস্ট সান্তি আওনা। অন্যদিকে নেইমার জুনিয়রকে নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই সাংবাদিক।

গত গ্রীষ্মকালীন দলবদল থেকেই গুঞ্জন চলে আসছিল নেইমার জুনিয়রকে ছেড়ে দিতে চাই পিএসজি। সেই গুঞ্জন এবার অনেকটাই জোরালো হয়েছে। গেল শীতকালীন ট্রান্সফার মার্কেটে নাকি নেইমারকে লোকসান গুনেও বিক্রি করে দিতে রাজি ছিল পিএসজি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বিরোধীতার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিচ্ছে নাসের আল খেলাইফির বোর্ড।

এবার স্প্যানিশ সংবাদমাধ্যম ফুট মেরকাতোর সাংবাদিক সান্তি আওনা জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নেইমার জুনিয়রকে বিক্রি করে দিবে পিএসজি। এই সিদ্ধান্ত তারা চূড়ান্ত করেছে।

অন্যদিকে আগামী জুনে মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। যার পরিপ্রেক্ষিতে ২০২২ কাতার বিশ্বকাপের আগে থেকেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে তোড়জোড় শুরু করেছে ফরাসি জায়ান্টরা। বিশ্বকাপের পর মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে মরিয়াপ্রায় পিএসজি। অন্যদিকে মেসির পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি চুক্তি নবায়নের ব্যাপারে।

এর মাঝে সান্তি আওনা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পক্ষে নয় লিওনেল মেসি। যদিও এখনো সবকিছু শেষ হয়ে যায়নি।

এবার সময় বলে দিবে নেইমারকে কি আসলে ছেড়ে দিবে পিএসজি অন্যদিকে লিওনেল মেসি কি আদৌ পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks