আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেতে সক্ষম হয়নি পাঁচআারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ১-১ ড্র করে মাঠ ছাড়ে দুই দল। তবে এই ম্যাচে ব্রাজিল দলের জন্য আরেক দুঃসংবাদ বয়ে এলো।
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান দলের মূল অস্ত্র নেইমার জুনিয়র। ম্যাচের ১২ তম মিনিটে বাম পায়ের পেশিতে আঘাত পান নেইমার। যার ফলে তাকে চলে যেতে হয় মাঠের বাইরে। তার পরিবর্তে মাঠে নামেন ফিলিপ কৌতিনহো৷
নেইমারের ইঞ্জুরির ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। কতটা গুরুতর তার চোট এবং কতদিনের জন্য ছিটকে পড়বেন মাঠের বাইরে তা জানা যাবে পরিক্ষার পর।
ইঞ্জুরি যেনো পিছুই ছাড়ছে না নেইমারের। কোপা আমেরিকায় দলের সাথে খেলতে পারেননি নেইমার। ইঞ্জুরি কাটিয়ে ব্রাজিলের হয়ে দূর্দান্ত খেলছিলেন নেইমার। কিন্তু সেই ইঞ্জুরি আবারো হানা দিলো৷
এছাড়াও পিএসজির হয়ে মৌসুমের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলতে পারেননি নেইমার৷ সেটি মূলত ট্রান্সপার ইস্যুর কারণে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ থাকার কারণে পিএসজির হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। আর এবার আরো একবার ইঞ্জুরির কবলে পড়লো নেইমার।