Neymar has returned to team practice and play agains South Korea : নেইমারকে নিয়ে বিশাল সুখবর পেল ব্রাজিল!

Neymar has returned to team practice and play agains South Korea : নেইমারকে নিয়ে বিশাল সুখবর পেল ব্রাজিল!

আগামীকাল ৫ ডিসেম্বর কাতার বিশ্বকাপের নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচের আগেই অবশ্য জোড়া দুঃসংবাদ পেতে হয়েছিল ব্রাজিলকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ ছিটকে গিয়েছিলেন দলের অন্যতম সেরা তারকা গ্যাব্রিয়েল জেসুস ও রক্ষণভাগের অ্যালেক্স তেল্লেস। এদিকে এমব দুঃসংবাদের পর এবার স্বস্তি ফিরেছে ব্রাজিল দলে। ম্যাচের আগেই বড় সুখবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির ইঞ্জুরিতে পড়ে ছিটকে গিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইঞ্জুরি গুরুতর হওয়ার কারণে খেলতে পারেননি গ্রুপ পর্বের বাকি থাকা দুই ম্যাচ। ব্রাজিলের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল নক আউট পর্বের ম্যাচে ফিরতে পারেন নেইমার।

সে খবর সত্যি করে এবার ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। যোগ দিয়েছেন দলীয় অনুশীলনে। এসময় নেইমারকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। ফুরফুরে মেজাজেই দলের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার জুনিয়র।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচে শুরুর একাদশে থাকবেন নেইমার জুনিয়র। যা নিসঃসন্দেহে স্বস্তি দিবে ব্রাজিলিয়ান ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks