Neymar | Barcelona | PSG | আবারো বার্সালোনায় ফিরছেন নেইমার!

Neymar | Barcelona | PSG | আবারো বার্সালোনায় ফিরছেন নেইমার!

২০১৭ সালে রেকর্ড মূল্যতে বার্সালোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। পিএসজিতে যাওয়ার পর থেকেই আবারো নিজের প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে একসাথে খেলার জন্য বহুবার বার্সালোনায় ফেরার চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। লিওনেল মেসিও বহু চেষ্টা চালিয়ে নেইমারকে আবারো ক্যাম্প নূ’তে ফেরাতে পারেননি। তবে এবার নেইমার জুনিয়রকে বার্সালোনায় ফেরানো নিয়ে বিশাল সুখবর দিল বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

নতুন মৌসুমে পিএসজির হয়ে খেলবেন কিনা নেইমার সেটা নিয়ে এখনো ধোঁয়াশা ছেঁয়ে আছে। পিএসজি চাচ্ছে ৯০ মিলিয়ন ইউরোতে নেইমার জুনিয়রকে বিক্রি করে দিতে অন্যদিকে এখনই ক্লাব ছাড়তে রাজি নন নেইমার।

এসব আলোচনা-সমালোচনার মাঝে নতুন খবর দিয়েছে বার্সা সভাপতি। সম্প্রতি লেস্পোর্তোতুকাতকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা জানিয়েছেন, বার্সালোনায় ফিরছেন নেইমার!

এ প্রসঙ্গে লাপোর্তা বলেন, নেইমারকে কে না ভালোবাসে? সে একজন ব্যতিক্রমী খেলোয়াড়। তবে এই সমস্ত খেলোয়াড়দেরই একদিন বিনামূল্যে বার্সায় ফিরতে হবে।

পিএসজির মতো ক্লাবের জন্য যে খেলোয়াড়রা চুক্তি করেছে, তারা প্রায়ই তাদের দাসত্ব সই করেছে। অর্থের জন্য।

Leave a Reply

Your email address will not be published.

Enable Notifications    OK No thanks