(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL Auctio 2022 | Mustafizur Rahman | KKR | চাঞ্চল্যকর তথ্য! আইপিএলে কলকাতা দলে মোস্তাফিজ!

The auction of Indian Premier League IPL is going to be held in a few days. So before the auction, the IPL franchises have started organizing the team.

আর কিছুদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলাম। তাই নিলামের আগে দল গোছাতে শুরু করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলের ১৫তম আসরের বেড়েছে দুটি দল। আহমেদাবাদ টাইটান্স ও লখনৌউ সুপার জায়ান্টস নামের এই দুই টিম নিজেদের যাত্রা শুরু করবে করবে আইপিএলের ১৫তম আসরে। যার কারণে এবারের আইপিএলের নিলাম হবে মেগা নিলাম। দুইদিনব্যাপী চলবে এই নিলাম। তাই নিলামকে সামনে রেখে আগেভাগেই দল গোছানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। শোনা যাচ্ছে আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আইপিএলের এবারের আসরে নতুন করে শুরু করতে চায় কলকাতা নাইট রাইডার্স। অ্যান্দ্রে রাসেল, সুনিল নারিন, ভরুণ চক্রবর্তী ও ভেঙ্কাটেশ আয়ারকে দলে রেখে দিয়েছে কলকাতা। আইপিএলের ১৫তম আসরের নিলামে ৪৮ কোটি টাকা নিয়ে নিয়ে নামছে শাহরুখ খানের দলটি। ছয়জন বিদেশী ক্রিকেটার তারা নিজেদের দলে নিতে পারবে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানসহ ১০ জন ক্রিকেটারের উপর নজর রেখেছে কেকেআর যাদেরকে দলে ভেড়াতে পারে তারা।

মোস্তাফিজ সম্পর্কে আনন্দবাজার লিখে, বাংলাদেশের এই বোলারের মন্থর গতির লেগ কাটারের জন্য বেশ খ্যাতি আছে মোস্তাফিজের। ২০১৫ সালে ভারতকে এই মন্থর গতির লেগ কাটার দিয়েই নাকানি-চোবানি খাইয়েছিলেন তিনি। কিন্তু তখনও তাকে অনেকে নম্বর দিতে চাননি। সমালোচকদের ভুল প্রমাণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে ২৮ টি উইকেট শিকার করেন তিনি। এখন নতুন অস্ত্র হিসেবে যোগ করেছেন মন্থর ইয়র্কারও। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই তাকে দেখা হচ্ছে। এবার কলকাতা দলে যুক্ত হতে পারেন এমনটাই শোনা যাচ্ছে।

মোস্তাফিজ ছাড়াও আরো যে ৯ ক্রিকেটারের উপর নজর রেখেছে কেকেআর তারা হলেন — জনি বেয়ারস্টো, ডিওয়াল্ড ব্রেভিস, শ্রেয়াস আয়ার, শিমরম হেটমেয়ার, শাহরুখ খান, লিয়াম লিভিংস্টোন, শিবম দুবে, ট্রেন্ট বোল্ট ও চেতন সাকারিয়া,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks