(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

DC vs KKR | Mustafizur Rahman | মুস্তাফিজকে নিয়ে একি কান্ড ঘটালো ভারতীয় গণমাধ্যম!

India’s Anandabazar newspaper criticizes Bangladeshi players on various issues at different times. It is almost rare for the Indian media to hear the praise of Tiger cricketers.

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বাংলাদেশের খেলোয়াড়দের সমালোচনা করে থাকে ভারতের আনন্দবাজার পত্রিকা। ভারতীয় এই সংবাদমাধ্যমের কাছে টাইগার ক্রিকেটারদের প্রশংসা শুনা প্রায় দূর্লভ ব্যাপার। তবে এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সমালোচনা নয় বরং প্রশংসায় পঞ্চমুখ আনন্দবাজার পত্রিকা।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিল্লির জার্সিতে ইতিমধ্যে নিজের স্লোয়ার কাটারের জাদু দেখাতে শুরু করেছেন ফিজ। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচে বল হাতে দূর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। এদিন ৪ ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও কৃপনতার পরিচয় দিয়েছেন মুস্তাফিজ। বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন ফিজ।

এদিন শুরুতেই অধিনায়ক রিষভ পন্থ নতুন বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে। ওপেনিংয়ে বল করতে এসে আজিনকে রাহানেকে বেশ ভুগিয়েছেন ফিজ। প্রথম ওভার মাত্র ২ রান দিয়েছেন ফিজ। এরপর ৫তম ওভারে আবারো বোলিংয়ে আসেন ফিজ সেই ওভারে মুস্তাফিজ দিয়েছেন মাত্র ৩ রান। মুস্তাফিজের করা দুই ওভারে মাত্র ৫ রান করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। যার কারণে চাপ বাড়তে থাকে কেকেআর শিবিরে।

যেখানে ওভার প্রতি ১১ রান দরকার সেখানে ফিজের বোলিংয়ে রান না করতে পেরে অতিরিক্ত চাপে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে কেকেআর।

মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই দিল্লির জয় সহজ হয়েছে উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা মুস্তাফিজুর রহমানকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks