(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Mushfiqur Rahim | Don Bradman | ইতিহাস গড়ে ব্র্যাডম্যান-সোবার্সদের পাশে মুশফিক!

Mushfiqur Rahim | Don Bradman | ইতিহাস গড়ে ব্র্যাডম্যান-সোবার্সদের পাশে মুশফিক!

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত এই টেস্টে ব্যাট হাতে নজর কেড়েছে বাংলাদেশি ব্যাটাররা। তবে ব্যাট হাতে লঙ্কানদের বিপক্ষে একটু আলাদাভাবে সবার নজর কেড়েছেন মি.ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। কেনইবা নজর কাড়বেন না! ব্যাট হাতে যে অসাধারণ এক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন মুশফিক। শুধু তাই নয় এই রেকর্ডের মাধ্যমে ব্র্যাডম্যান-সোবার্সদের মতো বিশ্বখ্যাত লিজেন্ডদের পাশে নিজের নাম যুক্ত করেছেন মুশফিকুর রহিম।

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ব্যাট করতে নামে তৃতীয় দিনে। এদিন টেস্টে ৫ হাজার রান পূর্ণ করতে মুশফিকের দরকার ছিল মাত্র ৬৮ রানের। তৃতীয় দিনে ৫৩ রান করে অপরাজিত থাকা মুশফিকুর রহিম চতুর্থ দিনেও ব্যাট হাতে বুক চিতিয়ে লঙ্কান বোলারদের মোকাবিলা করেছেন। চতুর্থ দিনে ৫ হাজার রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের দরকার ছিল মাত্র ১৫ রানের। আর সেই ১৫ রান নিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

শুধু তাই নয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫ হাজার রান করা লিজেন্ড ক্রিকেটারদের কাতারে চলে গেছেন মুশফিকুর রহিম।

মুশফিকের আগে মাত্র ৮জন ক্রিকেটারই পেরেছে টেস্টে ৫০০০ রানের গন্ডি ছুঁতে। তারা হলেন —

১৯২৯ সালে জ্যাক হবস (ইংল্যান্ড)

১৯৩৮ সালে ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)

১৯৬৬ সালে গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)

১৯৭৯ সালে সুনিল গাভাস্কার (ভারত)

১৯৮৪ সালে জহির আব্বাস (পাকিস্তান)

১৯৯২ সালে জন রাইট (নিউজিল্যান্ড)

১৯৯৮ সালে অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)

২০০১ সালে গ্যারি কারেস্টেন (দক্ষিণ আফ্রিকা)

সবশেষ ২০২২ সালে মুশফিকুর রহিম (বাংলাদেশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks