(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BPL 2022 | Mushfiqur Rahim | Khaled Ahmed | খালেদের সঙ্গে বাজে আচরণ করে সমালোচনার মুখে মুশফিক!

Khulna Tigers faced Comilla Victorians in the 28th match of BPL today. In that match Mushfiqur Rahim lost to Khulna Tigers

বিপিএলের ২৭তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস। যেই ম্যাচে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে হারিয়ে ৬৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জয়কে ছাপিয়ে মুশফিকুর রহিমের মেজাজ হারানোর কান্ড। এদিন মাঠেই খালেদ আহমদের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনার জন্ম দিয়েছেন মুশফিকুর রহিম।

২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালীন সময়ে নিজ দলের সতীর্থ নাসুন আহমেদকে মারতে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ জাতীয়দলের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। এবার চলমান বিপিএলে সতীর্থ খালেদ আহমেদের উপর মেজাজ হারালেন মুশফিক।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষের ম্যাচে ষষ্ঠ ওভারের সময় ক্যাচ তুলে দেন বিধ্বংসী রূপে খেলতে থাকা লিটন দাস। রুয়েল মিয়ার করা ওভারের দ্বিতীয় বলে সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হন খালেদ আহমেদ। খালেদ আহমেদের ক্যাচ হাতছাড়ার পরপর মুশফিকের চোখেমুখে হতাশার ছাপ। এর কিছুক্ষণ পরে থিসারা পেরেরার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। ১৭ বলে ৪১ রানের ঝড় তুলে ফিরেন লিটন দাস। লিটনের উইকেটের পর উদযাপন করতে বাউন্ডারি থেকে দৌড়ে আসেন খালেদ আহমেদ। মুশফিককে জড়িয়ে ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু ক্যাচ হাতছাড়ার রাগে-ক্ষোভে ফুঁসে উঠা মুশফিক খালেদ আহমেদকে হাত দিয়ে দূরে ঠেলে সরিয়ে দেন।

মুশফিকের এমন রাগান্বিত প্রতিক্রিয়া দাঁড়িয়ে দেখছিলেন দলের দুই বিদেশি তারকা ক্রিকেটার অ্যান্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরা। এমন কান্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখের পড়েছেন মুশফিকুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks