পাকিস্তান সফরের আগে থেকেই জানানো হয়েছিলো যারা যেতে ইচ্ছুক নয় তাদেরকে জোর করবে না বিসিবি। সেই সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিককে ছাড়াই পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো বাংলাদেশ দল৷ যার ফলাফল শোচনীয়ভাবে হার।
বাংলাদেশ দলের এমন হারের পর বেশ ক্ষিপ্ত হয়েছিলেন বিসিবি বোর্ড নাজমুল হাসান পাপন। এবার ক্ষোভ ঝাড়লেন মুশফিকুর রহিমের উপর। বিসিবি নির্বাচকদের থেকে বলা হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজে দলে থাকতে হলে ফিটনেস পরিক্ষা দিয়েই দলে জায়গা করে নিতে হবে মুশফিকুর রহিমকে।
বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় মুশফিকুর রহিম। দল নির্বাচনের সময় মুশফিক দলে থাকবে এমনটা সকলেরই জানা। কিন্তু হঠাৎ মুশফিকুর রহিমের মতো একজন খেলোয়াড়ের সাথে এমন আচরণ কেনো?
এ নিয়ে এবার মুখ খুললেন খোদ মুশফিকুর রহিম। বিসিবির এমন সিদ্ধান্তে বিব্রত নন মুশফিক। বরং জিনিসটাকে পজিটিভ ভাবেই দেখছেন।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, আমি সাকিব-তামিমের মত এত বড় ক্রিকেটার নই। আমি সবসময় নিজেকে একজন ছোট খেলোয়াড় হিসেবে ভাবি। আমি সবসময়ই বলি, পরের সিরিজে সুযোগ পাওয়ার জন্যই আমার ভাবনা। তাই এটা আমার জন্য বিব্রতকর ছিল না। বরং তারা যেভাবে ভাবছেন এটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।
এদিকে বিসিএলে ভালো পারফর্ম করে নির্বাচকদের খুশি করে দলে জায়গা করে নিতে চান মুশফিক।
এ ব্যাপারে মুশফিক বলেন, সেরে উঠার পরপরই আমি বিসিএলে ম্যাচ পাচ্ছি। আমি সেখানে ভালো করার চেষ্টা করব যাতে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা খুশি হয়ে ওঠেন। তারা যদি মনে করেন আমি দলের শক্তিমত্তা বাড়াতে পারব, তাহলে আমাকে জিম্বাবুয়ে সিরিজে দলে রাখবেন।