গুঞ্জন উঠেছিলো পাকিস্তান সফরে না গেলে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ দেওয়া দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এমন সিদ্ধান্ত নাকি হয়েছিলো জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মুশফিকের সাথে নির্বাচকদের সভায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আদেশে নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে গুঞ্জন উঠেছিলো।
কিন্তু সেইসব গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ প্রসঙ্গে নান্নু জানান, আজ (৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল জিতলে তৃতীয় ওয়ানডেতে খেলানো হবে না মুশফিকুর রহিমকে। তার কারণ ভিন্ন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের ক্রিকেটারদের খেলানো হবে।
এ প্রসঙ্গে নান্নু জানান, যেহেতু সামনে পাকিস্তান সফর আছে আমাদের, এই সিরিজটা পরেই। তো সে হিসেবেই মুশফিককে আমরা ডেকেছিলাম, ওর কনফার্মেশন জানার জন্য। ও সরাসরি ওর সিদ্ধান্ত জানিয়েছিল,ব্যাপারটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আবার ডাকলাম যে একটা টেস্ট ও ওয়ানডের জন্য বিবেচনা করার জন্য।
নান্নু আরো বলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা একটা চিন্তাভাবনা করেছি। পাকিস্তানে যেহেতু আমাদের একটা ওয়ানডে আছে, তো জিম্বাবুয়ের সঙ্গে যদি আজ সিরিজ জয়টা নিশ্চিত হয়ে যায় তাহলে শেষ ওয়ানডেতে পাকিস্তানে যে ১১ জন খেলবে তাদেরকে আমরা খেলাবো।