(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Messi’s father in Saudi Arabia! Saudi League is changing the rules for Messi : সৌদির রিয়াদে মেসির বাবা! মেসির জন্য নিজেদের নিয়ম পরিবর্তন করতেও রাজি সৌদি কতৃপক্ষ!

Messi’s father in Saudi Arabia! Saudi League is changing the rules for Messi : সৌদির রিয়াদে মেসির বাবা! মেসির জন্য নিজেদের নিয়ম পরিবর্তন করতেও রাজি সৌদি কতৃপক্ষ!

লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে যেনো কোনো আশার আলোয় দেখা যাচ্ছে না। পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়নে এখনো কোনো আশানুরূপ সংবাদ পাওয়া যায়নি। এর মাঝে লিওনেল মেসির বাবা জর্জ মেসির কয়েকটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে সংবাদমাধ্যম গুলোতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে দেখা গেছে লিওনেল মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসিকে। রিয়াদের মেসির বাবার সঙ্গে ছিলেন মাহাদ স্পোর্টস একাডেমির প্রধান প্রফেসর আব্দুল্লাহ হামাদ, প্রিন্স আব্দুল আজিজ এবং ফয়সালের ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাদের সঙ্গে আলাপ করতে দেখা গেছে লিওনেল মেসির বাবাকে। এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জোরালো হয়েছে মেসির সৌদি ক্লাবে পাড়ি জমানোর বিষয়টি। তবে মেসির বাবার রিয়াদে এমন বৈঠকের ব্যাখা দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

মার্কা জানিয়েছে, লিওনেল মেসির বাবা জর্জ মেসি সৌদিতে গেছেন ব্যবসায়ীক কারণে। মেসি সৌদির ট্রাভেল এম্বাসেডর আর সেখানে ব্যবসায়ীক আলাপ করতে সৌদিতে গেছেন জর্জ মেসি।

তবে মার্কার এই তথ্যে গুঞ্জন শেষ হয়নি। ইউরোপীয় গণমাধ্যমগুলো করছে চুলছেড়া বিশ্লেষণ। মেসির সৌদি আরবে পাড়ি জমানোর ব্যাপারটি আরো তীব্র হয়ে উঠছে।

ইউরোপের গণমাধ্যমগুলোর দাবি, মেসিকে সৌদি প্রো-লিগে আনতে প্রস্তুতি নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। বার্ষিক ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করেছে সৌদির শীর্ষ ক্লাব আল হিলাল। আল হিলাল এর আগেও মেসিকে দলে নেওয়ার কথা জানিয়েছিল। আর এবাএ ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠাচ্ছে আল হিলাল।

এদিকে লিওনেল মেসির জন্য নিজেদের নিয়ম পরিবর্তন করতেও রাজি সৌদি প্রো-লিগ কর্তৃপক্ষ। বেতন লিমিট বাড়িয়ে নিয়ম পরিবর্তন করতেও প্রস্তুত তারা। তাদের উদ্দেশ্য সৌদির এই লিগকে বিশ্ব দরবারে অন্যন্য উচ্চতায় নিয়ে যাওয়া। সেজন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসিকেও সৌদি ফুটবল লিগে আনতে চাইছে দেশটির ফুটবল ফেডারেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks