বর্তমান সময়ের সেরা ফুটবলার কে? মেসি না রোনালদো? এই নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে তর্কবিতর্কের শেষ নেই।
কোন কোন রেকর্ডের লিওনেল মেসির পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, আবারো কোন কোন রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো পেছনে ফেলছেন লিওনেল মেসিকে। দুই মহাদেশের দুই মহাতারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গত এক যুগেরও বেশি সময় ধরে।
বিশ্ব ফুটবলে দলগত এবং ব্যক্তিগত অর্জনে কেউ কারো থেকে কম নয়। জনপ্রিয়তা ও প্রায় একই রকম। দুই মহাতারকার জনপ্রিয়তায় যেন বিশ্ব ফুটবল বিভক্ত হয়ে আছে দুই ভাগে।
তবে এবার নতুন এক রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সম্প্রতি খেলোয়াড়দের বেতন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এল ইকুইপ। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন লিওনেল মেসি। ওই প্রতিবেদনে দেখা যায় লিওনেল মেসির মাসিক বেতন ৮.৩ মিলিয়ন ইউরো। আর পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মাসিক বেতন ৪.৫ মিলিয়ন ইউরো। বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের মধ্যে তিন নম্বর পজিশনে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা মাসিক বেতন ৩ মিলিয়ন ইউরো।
সর্বোচ্চ বেতনের বিশ্বরেকর্ড গড়ে মেসি পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রকে।