একটি নয়, তিনটি গোল করেছেন মেসি। সেখানে আবার রয়েছে বাইসাইকেল কিকে গোল। সেই সাথে আছে আর দুইটি অ্যাসিস্টও।তিনি আর কেও নন আমাদের মেসি।
কিন্তু আগের মৌসুমে গোল মিস করা মেসি চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচেই গোল করেছেন।এটার আসল রহস্য কি?
মেসি ও নেইমারের তুমুল সমালোচনা হয়ে ছিল আগামী মৌসুমে। মেসিকে বলা হচ্ছিল বয়স হয়ে গিয়েছে আগের মত খেলা নেই।অন্যদিকে নেইমারকে নিয়ে সমালোচনা হয়েছিল ফর্মে নেই গোল নেই।তবে মেসি-নেইমার নতুন মৌসুম শুরুর আগে দিয়েই প্রস্তুতি ম্যাচে জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছিল।তাদের দুজনের নৈপুণ্যে বড় জয়ে লিগ শুরু করেছে প্যারিস। কঠিন পরিশ্রমের পর দুজনই সাফাল্য পেয়েছে।
আগের মৌসুমে পিএসজিতে সময়টা ভালো কাটেনি মেসির। তাই তো এবার শুরু থেকেই নিজের সেরাটা দিচ্ছেন এই ক্ষুদে জাদুকর। প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখলেন লিও। মেসি দুই গোল ও একটি এসিস্ট করেন। অন্যদিকে নেইমার তিন এসিস্ট ও একটি গোল করেন। পিএসজির নেইমার -মেসির আক্রমণাত্মক ফুটবল ইংগিত দিচ্ছে লিগে শীর্ষে থাকার।
এবার অবশেষে নেইমার মেসির এমন পরিবর্তন দেখে মুখ খুললেন ক্রিস্টোফার গ্যালটিয়ের পিএসজির কোচ।তার মতে
মেসি নেইমার বিশ্বমানের খেলোয়াড় । তারা পরিশ্রমী তারা কোনো প্রশিক্ষণ সেশন মিস করেননি। কস্টের ফল মিস্টি হয় তাই তো টানা দুই ম্যাচে প্রমাণ করেছেন তারা বিশ্বমানের খেলোয়াড়। পিএসজির কোচ ক্রিস্টোফার গ্যালটিয়ের মেসি-নেইমারকে নিয়ে বলেন-“গত সিজনে নেইমার এবং মেসিকে খুব সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। তারা এমন খেলোয়াড় যাদের আমি অনেক দেখেছি, যাদের দিকে আমি তাকিয়ে থাকি, যাদের সাথে আমি আলোচনা করেছি।এই বিশ্বমানের খেলোয়াড়রা সিজন পুনরায় শুরু হওয়ার পর থেকে কোনো প্রশিক্ষণ সেশন মিস করেননি”